ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অপূর্ব-সাবিলা নুরের ‘টিপু সুলতানা’

  • পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • 45

বিনোদন ডেস্ক : খুব রাগী প্রকৃতির সিএনজি ড্রাইভার টিপু। যাত্রীদের সঙ্গে সবসময় তিনি রেগে কথা বলেন। ঝগড়াঝাঁটি তার নিত্যদিনের ব্যাপার। অন্যদিকে সিএনজি গ্যারেজের মহাজনের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন রিনা।

অতি সুন্দরী হিসেবে ভেবে নিজেকে নায়িকা কারিনা দাবি করেন তিনি! সিএনজি গ্যারেজে টাকা জমা দেওয়া নিয়ে রিনার সঙ্গে প্রতিদিন টিপুর ঝগড়া হয়। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘টিপু সুলতানা’।

এতে টিপু চরিত্রে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও রিনা চরিত্রে অভিনেত্রী সাবিলা নূরকে দেখা যাবে। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা মহিম বলেন, গল্পের এক পর্যায়ে একদিন ড্রাইভার টিপু গভীর রাতে একটি গর্ভবতী মহিলাকে সিএনজি-তে তুলতে অস্বীকার করেন! এখান থেকেই মজার গল্পটি বাঁক নেয় সিরিয়াস দিকে।

তিনি আরও বলেন, আমি আসলে বরাবরই নাটকের শেষে দর্শকদের একটি সিরিয়াস বার্তা দেওয়ার চেষ্টা করি। এখানেই তাই আছে। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পাবে নাতকটি।

বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অপূর্ব-সাবিলা নুরের ‘টিপু সুলতানা’

পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : খুব রাগী প্রকৃতির সিএনজি ড্রাইভার টিপু। যাত্রীদের সঙ্গে সবসময় তিনি রেগে কথা বলেন। ঝগড়াঝাঁটি তার নিত্যদিনের ব্যাপার। অন্যদিকে সিএনজি গ্যারেজের মহাজনের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন রিনা।

অতি সুন্দরী হিসেবে ভেবে নিজেকে নায়িকা কারিনা দাবি করেন তিনি! সিএনজি গ্যারেজে টাকা জমা দেওয়া নিয়ে রিনার সঙ্গে প্রতিদিন টিপুর ঝগড়া হয়। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘টিপু সুলতানা’।

এতে টিপু চরিত্রে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও রিনা চরিত্রে অভিনেত্রী সাবিলা নূরকে দেখা যাবে। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা মহিম বলেন, গল্পের এক পর্যায়ে একদিন ড্রাইভার টিপু গভীর রাতে একটি গর্ভবতী মহিলাকে সিএনজি-তে তুলতে অস্বীকার করেন! এখান থেকেই মজার গল্পটি বাঁক নেয় সিরিয়াস দিকে।

তিনি আরও বলেন, আমি আসলে বরাবরই নাটকের শেষে দর্শকদের একটি সিরিয়াস বার্তা দেওয়ার চেষ্টা করি। এখানেই তাই আছে। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পাবে নাতকটি।

বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: