ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি র‍্যাংকিংয়ে টাইগারদের জয়জয়কার

  • পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • 44

স্পোর্টস ডেস্ক : করোনার দীর্ঘ বিরতি শেষে মাঠে নেমেই ভক্তদের তৃপ্ত করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরা। তিন ওয়ানডের সিরিজের ওয়াস্টে ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছের বাংলাদেশ।

সিরিজে মুগ্ধতা ছড়ানো পারফর্ম করেছেন সাকিব, মোস্তাফিজ, তামিম, মিরাজরা। যার পুরস্কার মিলেছে র‍্যাংকিংয়েও। সিরিজ শেষে ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাতে বাংলাদেশিদের জয়জয়কার।

সবচেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সিরিজের আগে বোলিং র‍্যাংকিংয়ে ১৩৩তম ছিলেন। তিন ওয়ানডেতে ৭ উইকেট নিয়েছেন মিরাজ। তাতে ১৩৩ থেকে এক লাফে উঠে এসেছেন ৪ নম্বরে। এই প্রথম সেরা দশে ঢুকলেন মিরাজ।

বোলিং র‍্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছেন মোস্তাফিজুর রহমানও। ১১ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। সিরিজের তিন ম্যাচে ওভার প্রতি ২.৯৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার।

ওভারে ২.২৫ করে রান দিয়ে ৬ উইকেট নেওয়া সাকিব আল হাসান উঠে এসেছেন ১৩ নম্বরে। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব যথারীতি সবার ওপরে। সাকিবের রেটিং পয়েন্ট ৪২০, যেখানে দুই নম্বরে থাকা মোহাম্মদ নবির পয়েন্ট ২৯৫।

ব্যাটিংয়ে সেরা দশে কেউ নেই। তবে তিন ম্যাচের সিরিজে ১৫৮ রান করা তামিম ইকবাল উঠে এসেছেন ২২ নম্বরে। ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। ১৫ নম্বরে আছেন ডানহাতি অভিজ্ঞ ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ১১৪ রান করা সাকিব আল হাসান ব্যাটিং র‍্যাংকিংয়ে আছেন ২৪ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৯ নম্বরে।

বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইসিসি র‍্যাংকিংয়ে টাইগারদের জয়জয়কার

পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনার দীর্ঘ বিরতি শেষে মাঠে নেমেই ভক্তদের তৃপ্ত করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরা। তিন ওয়ানডের সিরিজের ওয়াস্টে ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছের বাংলাদেশ।

সিরিজে মুগ্ধতা ছড়ানো পারফর্ম করেছেন সাকিব, মোস্তাফিজ, তামিম, মিরাজরা। যার পুরস্কার মিলেছে র‍্যাংকিংয়েও। সিরিজ শেষে ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাতে বাংলাদেশিদের জয়জয়কার।

সবচেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সিরিজের আগে বোলিং র‍্যাংকিংয়ে ১৩৩তম ছিলেন। তিন ওয়ানডেতে ৭ উইকেট নিয়েছেন মিরাজ। তাতে ১৩৩ থেকে এক লাফে উঠে এসেছেন ৪ নম্বরে। এই প্রথম সেরা দশে ঢুকলেন মিরাজ।

বোলিং র‍্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছেন মোস্তাফিজুর রহমানও। ১১ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। সিরিজের তিন ম্যাচে ওভার প্রতি ২.৯৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার।

ওভারে ২.২৫ করে রান দিয়ে ৬ উইকেট নেওয়া সাকিব আল হাসান উঠে এসেছেন ১৩ নম্বরে। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব যথারীতি সবার ওপরে। সাকিবের রেটিং পয়েন্ট ৪২০, যেখানে দুই নম্বরে থাকা মোহাম্মদ নবির পয়েন্ট ২৯৫।

ব্যাটিংয়ে সেরা দশে কেউ নেই। তবে তিন ম্যাচের সিরিজে ১৫৮ রান করা তামিম ইকবাল উঠে এসেছেন ২২ নম্বরে। ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। ১৫ নম্বরে আছেন ডানহাতি অভিজ্ঞ ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ১১৪ রান করা সাকিব আল হাসান ব্যাটিং র‍্যাংকিংয়ে আছেন ২৪ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৯ নম্বরে।

বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: