ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোপা ইতালিয়ার সেমিতে জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • 36

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার কোয়ার্টরে বড় জয় পেলো জুভেন্টাস। স্পালের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় আন্দ্রে পিরলোর দল। এই জয়ে প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌঁছে গেলো তুরিনের বুড়িরা। দলের হয়ে গোল করেন আলভারো মোরাতা, গিয়ানলুকা ফ্যাবোট্রা, ডেজান কুলুসেভস্কি ও ফেদেরিকো চিয়েজা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল পায় জুভেন্টাস। ১৬তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন মোরাতা। এসময় ডি-বক্সের ভেতরে অ্যাডরেইন র‌্যাবিয়টকে ফাউল করেন স্পালের ফ্রান্সিসকো ভিকারি। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩৩তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্যাবোট্রা।

বিরতির পর তৃতীয় গোলের দেখা পেতে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জুভেন্টাসের। চিয়েজার ডিফেন্স চেরা পাস থেকে স্পালের জালে বল জড়ান কুলুসেভস্কি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চতুর্থ ও শেষ গোলটি করেন চিয়েজা। আগামী ৩রা ফেব্রুয়ারি কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কোপা ইতালিয়ার সেমিতে জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার কোয়ার্টরে বড় জয় পেলো জুভেন্টাস। স্পালের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় আন্দ্রে পিরলোর দল। এই জয়ে প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌঁছে গেলো তুরিনের বুড়িরা। দলের হয়ে গোল করেন আলভারো মোরাতা, গিয়ানলুকা ফ্যাবোট্রা, ডেজান কুলুসেভস্কি ও ফেদেরিকো চিয়েজা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল পায় জুভেন্টাস। ১৬তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন মোরাতা। এসময় ডি-বক্সের ভেতরে অ্যাডরেইন র‌্যাবিয়টকে ফাউল করেন স্পালের ফ্রান্সিসকো ভিকারি। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩৩তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্যাবোট্রা।

বিরতির পর তৃতীয় গোলের দেখা পেতে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জুভেন্টাসের। চিয়েজার ডিফেন্স চেরা পাস থেকে স্পালের জালে বল জড়ান কুলুসেভস্কি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চতুর্থ ও শেষ গোলটি করেন চিয়েজা। আগামী ৩রা ফেব্রুয়ারি কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: