ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত তানভীর

  • পোস্ট হয়েছে : ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • 21

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৯ বছর! আর এই বয়সেই অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপি পরার সুযোগ পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তানভীর সাঙ্ঘা। অস্ট্রেলিয়ার আসন্ন নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেলেন এই তরুণ ক্রিকেটার।

চলতি বিগ ব্যাশ লীগে সিডনি থান্ডার্সের জার্সিতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তানভীর। টুর্নামেন্টে ২১ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রহকারী হয়েছেন এই লেগ স্পিনার। ছাড়িয়ে গেছেন রশিদ খান ও অ্যাডাম জাম্পাকে। স্পিন ঘূর্ণিতে ইতিমধ্যে অজি নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

তানভীরের বাবা জোগা সাঙ্ঘা পাঞ্জাবের জলন্ধরের রহিমপুরের কালা সাঙ্ঘাইয়ান গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৯৭ সালে চলে যান অস্ট্রেলিয়াতে। সিডনিতেই জন্ম হয় তানভীরের। পেশায় ট্যাক্সিচালক জোগা একসময় ছেলেকে ভর্তি করেন ইস্ট হিল বয়েজ স্কুলে। যে স্কুলের ছাত্র ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ।

ছোটবেলা থেকেই খেলাধুলায় প্রচ- আগ্রহ ছিল তানভীরের। ফুটবল, কাবাডির পাশাপাশি ক্রিকেটের প্রতিও ঝোঁক ছিল তার। এক পর্যায়ে সবকিছু বাদ দিয়ে ক্রিকেটেই ঝুঁকে পড়েন তিনি। বয়সভিত্তিক দলগুলোতে এক সময় নিজের সহজাত প্রতিভা দেখান তানভীর।

গত বছর দক্ষিণ আফ্রিকায় হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তানভীরই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২২ ফেব্রুয়ারি।

বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত তানভীর

পোস্ট হয়েছে : ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৯ বছর! আর এই বয়সেই অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপি পরার সুযোগ পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তানভীর সাঙ্ঘা। অস্ট্রেলিয়ার আসন্ন নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেলেন এই তরুণ ক্রিকেটার।

চলতি বিগ ব্যাশ লীগে সিডনি থান্ডার্সের জার্সিতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তানভীর। টুর্নামেন্টে ২১ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রহকারী হয়েছেন এই লেগ স্পিনার। ছাড়িয়ে গেছেন রশিদ খান ও অ্যাডাম জাম্পাকে। স্পিন ঘূর্ণিতে ইতিমধ্যে অজি নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

তানভীরের বাবা জোগা সাঙ্ঘা পাঞ্জাবের জলন্ধরের রহিমপুরের কালা সাঙ্ঘাইয়ান গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৯৭ সালে চলে যান অস্ট্রেলিয়াতে। সিডনিতেই জন্ম হয় তানভীরের। পেশায় ট্যাক্সিচালক জোগা একসময় ছেলেকে ভর্তি করেন ইস্ট হিল বয়েজ স্কুলে। যে স্কুলের ছাত্র ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ।

ছোটবেলা থেকেই খেলাধুলায় প্রচ- আগ্রহ ছিল তানভীরের। ফুটবল, কাবাডির পাশাপাশি ক্রিকেটের প্রতিও ঝোঁক ছিল তার। এক পর্যায়ে সবকিছু বাদ দিয়ে ক্রিকেটেই ঝুঁকে পড়েন তিনি। বয়সভিত্তিক দলগুলোতে এক সময় নিজের সহজাত প্রতিভা দেখান তানভীর।

গত বছর দক্ষিণ আফ্রিকায় হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তানভীরই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২২ ফেব্রুয়ারি।

বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: