1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
১৮ ফেব্রুয়ারি থেকে ফের বিমান উড়বে নেপালে
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

১৮ ফেব্রুয়ারি থেকে ফের বিমান উড়বে নেপালে

  • পোস্ট হয়েছে : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : টানা প্রায় নয় মাস পর আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে নেপালের কাঠমান্ডু রুটে আবার উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট। বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট কেনা যাবে। ওয়েবসাইটে যাত্রার করোনাভাইরাস সংক্রান্ত শর্ত, নির্দেশনা, শিডিউলও পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্বের শতাধিক দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় যাত্রী সঙ্কটের মুখে গত বছরের মার্চের শেষ সপ্তাহে ১০টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কাঠমান্ডু ছাড়াও কুয়ালালামপুর, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত রুটেও ফ্লাইট বন্ধ ছিল।

বিজনেস আওয়ার/৩১ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ