ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসের নাটক ‘শার্লক হোমস ইন লাভ’

  • পোস্ট হয়েছে : ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • 34

বিনোদন ডেস্ক : আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘শার্লক হোমস ইন লাভ’। মুহাম্মদ আবু রাজিন চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকটির গল্প লিখেছেন নির্মাতা নিজেই। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তাহসান খান ও সাবিলা নূর। নাটকটিতে বিন্তুর চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। শার্লক হোমস রূপে দেখা যাবে তাহসান খানকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মুরসালিন শুভ বলেন, তাহসান ভাইকে নিয়ে প্রথমবার কাজ করলাম। নাটকটির গল্প একটু ভিন্ন ধরেনের। গল্পের প্রয়োজনে আমাদের প্ল্যানচ্যাটের জন্য হুবহু বোর্ড বানাতে হয়েছে। যেটা দর্শকদের জন্য বেশ আকর্ষণীয় হবে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে।

নাটকটির গল্প প্রসঙ্গে তিনি জানান, গল্পের বিন্তু চরিত্রটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি শার্লক হোমস, সুপারম্যান কিংবা স্প্যাইডারম্যানের মতো কোনকিছুই যে পৃথিবীতে নেই- তা বিশ্বাসই করেন না। একদিন বিন্তুর বাসার গৃহকর্মী নিখোঁজ হয়ে যায়। তাকে এই তিনি দাদির মতো ভালোবাসেন। তাই এমন নিখোঁজ সংবাদে ভীষণ মন খারাপ হয়েছে তার।

তিনি আরও বলেন, কোথাও খুঁজে না পেয়ে তিনি গৃহকর্মীকে খুঁজতে প্ল্যানচ্যাট করেন; এবং শার্লক হোমসকে ডেকে এনে খোঁজার দায়িত্ব দেন! গৃহকর্মীকে খোঁজা শুরু করেন শার্লক হোমস! এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। নাটকটিতে আরও রয়েছেন মিলি বাসার, মাসুম বাসার ও সাবিহা জামান।

বিজনেস আওয়ার/০১ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভালোবাসা দিবসের নাটক ‘শার্লক হোমস ইন লাভ’

পোস্ট হয়েছে : ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘শার্লক হোমস ইন লাভ’। মুহাম্মদ আবু রাজিন চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকটির গল্প লিখেছেন নির্মাতা নিজেই। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তাহসান খান ও সাবিলা নূর। নাটকটিতে বিন্তুর চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। শার্লক হোমস রূপে দেখা যাবে তাহসান খানকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মুরসালিন শুভ বলেন, তাহসান ভাইকে নিয়ে প্রথমবার কাজ করলাম। নাটকটির গল্প একটু ভিন্ন ধরেনের। গল্পের প্রয়োজনে আমাদের প্ল্যানচ্যাটের জন্য হুবহু বোর্ড বানাতে হয়েছে। যেটা দর্শকদের জন্য বেশ আকর্ষণীয় হবে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে।

নাটকটির গল্প প্রসঙ্গে তিনি জানান, গল্পের বিন্তু চরিত্রটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি শার্লক হোমস, সুপারম্যান কিংবা স্প্যাইডারম্যানের মতো কোনকিছুই যে পৃথিবীতে নেই- তা বিশ্বাসই করেন না। একদিন বিন্তুর বাসার গৃহকর্মী নিখোঁজ হয়ে যায়। তাকে এই তিনি দাদির মতো ভালোবাসেন। তাই এমন নিখোঁজ সংবাদে ভীষণ মন খারাপ হয়েছে তার।

তিনি আরও বলেন, কোথাও খুঁজে না পেয়ে তিনি গৃহকর্মীকে খুঁজতে প্ল্যানচ্যাট করেন; এবং শার্লক হোমসকে ডেকে এনে খোঁজার দায়িত্ব দেন! গৃহকর্মীকে খোঁজা শুরু করেন শার্লক হোমস! এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। নাটকটিতে আরও রয়েছেন মিলি বাসার, মাসুম বাসার ও সাবিহা জামান।

বিজনেস আওয়ার/০১ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: