বিনোদন ডেস্ক : ২০১৫ সালে ছবি মুক্তির আগেই একসাথে ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন ঢাকাই ছবির জকনপ্রিয় মায়িকা পরীমনি। ‘ভালোবাসা সীমাহীন’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। প্রথম ছবিতেই সম্ভাবনার জানান দিয়েছিলেন তিনি।
এরপর বেশকিছু ছবিতে অভিনয় করেন। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ২০১৮ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’- ছবিটি। ছবিতে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হন পরী।
সবশেষ গত বছরের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত চয়নিকা চৌধুরী পরিচালিত‘বিশ্বসুন্দরী’তে তার অভিনয় ফের প্রশংসিত হয়। এদিকে বর্তমানে ক্যারিয়ারের সবচাইতে সুসময় পার করছেন এ নায়িকা।
গত বছরের শেষদিকে ফোর্বস ম্যাগাজিনে বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জায়গা করে নেন পরী। শুধু তাই নয়, ফেসবুকেও বাংলাদেশের শোবিজ তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার তার। সংখ্যার দিক দিয়ে সেটি এখন পর্যন্ত ১ কোটি চার লাখেরও বেশি।
গত বছরের মাঝামাঝি থেকে অভিনয়েও বেশ সিরিয়াস হয়েছেন পরী। এই সময়ে তিনি এমন কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন যার প্রতিটিতেই অভিনয়ের সুযোগ রয়েছে। খুব মনোযোগ সহকারে এসব ছবির কাজ করছেন তিনি। সব মিলিয়ে পরী যেন ডানা মেলেই উড়ছেন এখন।
সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ ছবির। বর্তমানে কাজ করছেন সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এর। কাজ শেষ করেছেন ঐতিহাসিক গল্পের ‘প্রীতিলতা’ ছবির। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরী।
এর বাইরে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে তার। চুক্তিবদ্ধ হয়ে আছেন ‘অ্যাডভাইজার’ নামক একটি সিনেমাতেও। এ ছবিগুলো মুক্তি পেলে নিজেকে পরী অভিনেত্রী হিসেবে অন্যমাত্রায় নিয়ে যেতে পারবেন বলেও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, এখন শুধু ভালো গল্প ও চরিত্রের ছবিতেই শুধু কাজ করছি। সম্প্রতি যে ছবিগুলোতে করেছি ও করছি সেগুলো নিয়ে আমার নিজেরও প্রত্যাশা অনেক। তাছাড়া দর্শক আমার দিকে তাকিয়ে। এ কারণেই ভালো কাজ নিয়ে ছুটে চলছি।
বিজনেস আওয়ার/০২ ফেব্রুয়ারি, ২০২১/এ