স্পোর্টস ডেস্ক : প্রায় এক বছর পর আবারও টেস্ট ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শেষ টেস্ট যে দল নিয়ে খেলেছিল বাংলাদেশ তাতে পরিবর্তন এসেছে চারটি।
বুধবার (৩ ফেব্রুয়ারি) ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নিজের অধিনায়কত্বের পঞ্চম ম্যাচে এ নিয়ে তৃতীয়বার টস জিতলেন মুমিনুল।
সাগরিকায় এখনও পর্যন্ত হওয়া ১৯ টেস্টে টস জেতা দল ম্যাচ জিতেছে ৭টি, হেরেছে ৬ ম্যাচ। টস জিতে আগে ব্যাট করা দল ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর হেরেছে ৪টি।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা। এই ম্যাচে এক পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।
সাকিব আল হাসানসহ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রথম টেস্ট খেলতে নামছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। সেসুবাদে ২০১৯ সালে টেস্ট অধিনায়ক হওয়ার পর এই প্রথম পুরো শক্তির দল পেলেন মমিনুল হক।
কাগজে-কলমে বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের চেয়ে বাংলাদেশ বেশ শক্তিশালী। কারণ ক্যারিবীয় দলটিতে তাদের নিয়মিত অধিনায়কসহ মূল তারকা খেলোয়াড়দের অধিকাংশই বাংলাদেশ সফরে আসেননি।
তাছাড়া ঘরের মাঠে বাংলাদেশ এখন আগের চেয়ে শক্তিশালী। ফলে ২০১৮ সালের মতো উইন্ডিজকে স্পিন-বান্ধব পিচে টাইগাররা কুপোকাত করবে এমনটা ভাবাই স্বাভাবিক।
এই রিপোর্ট লেখা অবধি টাইগারদের সংগ্রহ, বিনা উইকেটে ২০ রান। তামিম ইকবাল (৮) ও সাদমান ইসলাম (১২) রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।
বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি, ২০২১/এ