ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে জয় পেল জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • 20

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ’তে ইন্টার মিলানকে হারিয়েছে জুভেন্টাস। মঙ্গলবার সান সিরোতে ইন্টারের ঘরের মাঠে পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে সেমি ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোপা ইতালিয়ার ফাইনালে এক পা দিয়ে রাখল জুভেন্টাস।

সান সিরোয়তে খেলা শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় ঘরের মাঠে লিড নেয় ইন্টার। নিকোলো বারেল্লার চমৎকার স্কয়ার পাস ধরে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দেন লাউটারো মার্টিনেজ। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি ইতালিয়ান চ্যাম্পিয়নদের।

হুয়ান কুয়াদ্রাদোকে ডি বক্সের ভেতর ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। যদিও ফেদেরিকো বার্নারদেস্কির ক্রস ছিল কুয়াদ্রাদোর নাগালের সম্পূর্ণ বাইরে। ২৬তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন রোনালদো।

ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে জুভেকে লিড এনে দেন পর্তুগিজ সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদই। ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক সামির হান্দনোভিচের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়তে পারতো ব্যবধান। বার্নারদেস্কির শট এক জনের গায়ে লেগে দিক পাল্টে চলে যাচ্ছিল জালে। তবে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। কিছুক্ষণ পর অ্যালেক্সিস সানচেজের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন তুর্কি ডিফেন্ডার ডেমিরাল।
৬৮তম মিনিটে সুযোগ আসে মাত্তেও ডারমিয়ানের সামনে। নিজের ১১০০তম ম্যাচে দুর্দান্ত এক সেভে খুব কাছ থেকে তার চেষ্টা ব্যর্থ করে দেন বুফন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে জয় পেল জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ’তে ইন্টার মিলানকে হারিয়েছে জুভেন্টাস। মঙ্গলবার সান সিরোতে ইন্টারের ঘরের মাঠে পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে সেমি ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোপা ইতালিয়ার ফাইনালে এক পা দিয়ে রাখল জুভেন্টাস।

সান সিরোয়তে খেলা শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় ঘরের মাঠে লিড নেয় ইন্টার। নিকোলো বারেল্লার চমৎকার স্কয়ার পাস ধরে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দেন লাউটারো মার্টিনেজ। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি ইতালিয়ান চ্যাম্পিয়নদের।

হুয়ান কুয়াদ্রাদোকে ডি বক্সের ভেতর ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। যদিও ফেদেরিকো বার্নারদেস্কির ক্রস ছিল কুয়াদ্রাদোর নাগালের সম্পূর্ণ বাইরে। ২৬তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন রোনালদো।

ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে জুভেকে লিড এনে দেন পর্তুগিজ সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদই। ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক সামির হান্দনোভিচের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়তে পারতো ব্যবধান। বার্নারদেস্কির শট এক জনের গায়ে লেগে দিক পাল্টে চলে যাচ্ছিল জালে। তবে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। কিছুক্ষণ পর অ্যালেক্সিস সানচেজের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন তুর্কি ডিফেন্ডার ডেমিরাল।
৬৮তম মিনিটে সুযোগ আসে মাত্তেও ডারমিয়ানের সামনে। নিজের ১১০০তম ম্যাচে দুর্দান্ত এক সেভে খুব কাছ থেকে তার চেষ্টা ব্যর্থ করে দেন বুফন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: