ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছয় মাসে প্রকৌশলের ৪১ শতাংশের মুনাফা বেড়েছে

  • পোস্ট হয়েছে : ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে ৪২টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৩৭টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১৫টির বা ৪১ শতাংশের মুনাফা বেড়েছে। ১৩টির বা ৩৫ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ৯টি কোম্পানির লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৬১১ শতাংশ বেড়েছে বিএসআরএম স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৫২০ শতাংশ বিডি থাইয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ২২৩ শতাংশ মুনাফা বেড়েছে বিএসআরএম লিমিটেডের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ১৩টির বা ৩৫ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৯১ শতাংশ কমেছে ওয়াইম্যাক্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭১ শতাংশ নাভানা সিএনজির এবং তৃতীয় সর্বোচ্চ ৬৬ শতাংশ মুনাফা কমেছে বিডি অটোকার্সের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ০.৪৫ শতাংশ কমেছে রংপুর ফাউন্ড্রির।

অর্থবছরের ছয় মাসে লোকসান হয়েছে ৯টির বা ২৪ শতাংশ কোম্পানির। এর মাধ্যে ছয়টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে। দুইটির লোকসান বেড়েছে আর একটি কোম্পানির লোকসান কমেছে।

কোম্পানির নাম২০২০ সালের ছয় মাসের ইপিএস২০১৯ সালের ছয় মাসের ইপিএসব্যবধান
   মুনাফা বেড়েছে
বিএসআরএম স্টিল৩.২০ টাকা০.৪৫ টাকা৬১১ %
বিডি থাই০.৬২ টাকা০.১০ টাকা৫২০ %
বিএসআরএম লিমিটেড৪.৯৪ টাকা১.৫৩ টাকা২২৩ %
বিডি ল্যাম্পস২.২১ টাকা(৪.২৩) টাকা১৫২ %
জিপিএইচ ইস্পাত১.৭৫ টাকা০.৮২ টাকা১১৩ %
গোল্ডেন সন০.০১ টাকা(০.৪৩) টাকা১০২ %
আনোয়ার গ্যালভানাইজিং১.৬৭ টাকা০.৮৬ টাকা৯৪ %
কাশেম ইন্ডাস্ট্রিজ১.১১ টাকা০.৬০ টাকা৮৫ %
সুহৃদ১.৮৯ টাকা১.০৭ টাকা৭৭ %
কপারটেক০.৪৯ টাকা০.৩১ টাকা৫৮ %
এসএস স্টিল১.৪৪ টাকা১.১৫ টাকা২৫ %
ইফাদ অটোস১.৬৬ টাকা১.৪৪ টাকা১৫ %
ডমিনেজ স্টিল০.৭৯ টাকা০.৭২ টাকা১০ %
মীর আখতার২.১৫ টাকা২.০৭ টাকা৪ %
এস আলম০.৬০ টাকা০.৫৯ টাকা২ %
    
   মুনাফা কমেছে
ওয়াইম্যাক্স০.০৮ টাকা০.৮৯ টাকা৯১ %
নাভানা সিএনজি০.১৭ টাকা০.৫৮ টাকা৭১ %
বিডি অটোকার্স০.২৫ টাকা০.৭৪ টাকা৬৬ %
মুন্নু এগ্রো১.১৭ টাকা২.৫৯ টাকা৫৫ %
বিবিএস০.২১ টাকা০.৪৯ টাকা৫৭ %
কেঅ্যান্ডকিউ০.১৬ টাকা০.৩২ টাকা৫০ %
ন্যাশনাল পলিমার১.৪৬ টাকা২.৬৬ টাকা৪৫ %
বিবিএস কেবলস৩.০৩ টাকা৪.৪৩ টাকা৩২ %
নাহি অ্যালুমিনিয়াম১.১৩ টাকা১.৫৯ টাকা২৯ %
রানার অটোমোবাইলস১.৬৫ টাকা২.১৯ টাকা২৫ %
বেঙ্গল উইন্ডসোর০.৩৭ টাকা০.৪৬ টাকা২০ %
কেডিএস এক্সেসরিজ১.১১ টাকা১.১৬ টাকা৪ %
রংপুর ফাউন্ড্রি২.১৭ টাকা২.১৮ টাকা০.৪৫ %
    
   লোকসান
ইয়াকিন পলিমার(০.৫৬) টাকা০.০১ টাকা৫৭০০ %
দেশবন্ধু পলিমার(০.৩৪) টাকা০.০৫ টাকা৭৮০ %
রেনউইক যজ্ঞেশ্বর(৮.৭০) টাকা১.৭১ টাকা৬০৯ %
আজিজ পাইপস(০.১১) টাকা০.২১ টাকা১৫২ %
আফতাব অটো(০.১৬) টাকা০.৪৮ টাকা১৩৩ %
ন্যাশনাল টিউবস(০.০৬) টাকা০.২৪ টাকা১২৫ %
এটলাস বাংলাদেশ(১.৪৬) টাকা(০.৭৯) টাকা৮৫ %
ইস্টার্ন ক্যাবলস(৩.২৯) টাকা(৩.০০) টাকা১০ %
অলিম্পিক এক্সেসরিজ(০.২২) টাকা(০.৩৩) টাকা৩৩ %

বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছয় মাসে প্রকৌশলের ৪১ শতাংশের মুনাফা বেড়েছে

পোস্ট হয়েছে : ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে ৪২টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৩৭টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১৫টির বা ৪১ শতাংশের মুনাফা বেড়েছে। ১৩টির বা ৩৫ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ৯টি কোম্পানির লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৬১১ শতাংশ বেড়েছে বিএসআরএম স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৫২০ শতাংশ বিডি থাইয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ২২৩ শতাংশ মুনাফা বেড়েছে বিএসআরএম লিমিটেডের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ১৩টির বা ৩৫ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৯১ শতাংশ কমেছে ওয়াইম্যাক্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭১ শতাংশ নাভানা সিএনজির এবং তৃতীয় সর্বোচ্চ ৬৬ শতাংশ মুনাফা কমেছে বিডি অটোকার্সের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ০.৪৫ শতাংশ কমেছে রংপুর ফাউন্ড্রির।

অর্থবছরের ছয় মাসে লোকসান হয়েছে ৯টির বা ২৪ শতাংশ কোম্পানির। এর মাধ্যে ছয়টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে। দুইটির লোকসান বেড়েছে আর একটি কোম্পানির লোকসান কমেছে।

কোম্পানির নাম২০২০ সালের ছয় মাসের ইপিএস২০১৯ সালের ছয় মাসের ইপিএসব্যবধান
   মুনাফা বেড়েছে
বিএসআরএম স্টিল৩.২০ টাকা০.৪৫ টাকা৬১১ %
বিডি থাই০.৬২ টাকা০.১০ টাকা৫২০ %
বিএসআরএম লিমিটেড৪.৯৪ টাকা১.৫৩ টাকা২২৩ %
বিডি ল্যাম্পস২.২১ টাকা(৪.২৩) টাকা১৫২ %
জিপিএইচ ইস্পাত১.৭৫ টাকা০.৮২ টাকা১১৩ %
গোল্ডেন সন০.০১ টাকা(০.৪৩) টাকা১০২ %
আনোয়ার গ্যালভানাইজিং১.৬৭ টাকা০.৮৬ টাকা৯৪ %
কাশেম ইন্ডাস্ট্রিজ১.১১ টাকা০.৬০ টাকা৮৫ %
সুহৃদ১.৮৯ টাকা১.০৭ টাকা৭৭ %
কপারটেক০.৪৯ টাকা০.৩১ টাকা৫৮ %
এসএস স্টিল১.৪৪ টাকা১.১৫ টাকা২৫ %
ইফাদ অটোস১.৬৬ টাকা১.৪৪ টাকা১৫ %
ডমিনেজ স্টিল০.৭৯ টাকা০.৭২ টাকা১০ %
মীর আখতার২.১৫ টাকা২.০৭ টাকা৪ %
এস আলম০.৬০ টাকা০.৫৯ টাকা২ %
    
   মুনাফা কমেছে
ওয়াইম্যাক্স০.০৮ টাকা০.৮৯ টাকা৯১ %
নাভানা সিএনজি০.১৭ টাকা০.৫৮ টাকা৭১ %
বিডি অটোকার্স০.২৫ টাকা০.৭৪ টাকা৬৬ %
মুন্নু এগ্রো১.১৭ টাকা২.৫৯ টাকা৫৫ %
বিবিএস০.২১ টাকা০.৪৯ টাকা৫৭ %
কেঅ্যান্ডকিউ০.১৬ টাকা০.৩২ টাকা৫০ %
ন্যাশনাল পলিমার১.৪৬ টাকা২.৬৬ টাকা৪৫ %
বিবিএস কেবলস৩.০৩ টাকা৪.৪৩ টাকা৩২ %
নাহি অ্যালুমিনিয়াম১.১৩ টাকা১.৫৯ টাকা২৯ %
রানার অটোমোবাইলস১.৬৫ টাকা২.১৯ টাকা২৫ %
বেঙ্গল উইন্ডসোর০.৩৭ টাকা০.৪৬ টাকা২০ %
কেডিএস এক্সেসরিজ১.১১ টাকা১.১৬ টাকা৪ %
রংপুর ফাউন্ড্রি২.১৭ টাকা২.১৮ টাকা০.৪৫ %
    
   লোকসান
ইয়াকিন পলিমার(০.৫৬) টাকা০.০১ টাকা৫৭০০ %
দেশবন্ধু পলিমার(০.৩৪) টাকা০.০৫ টাকা৭৮০ %
রেনউইক যজ্ঞেশ্বর(৮.৭০) টাকা১.৭১ টাকা৬০৯ %
আজিজ পাইপস(০.১১) টাকা০.২১ টাকা১৫২ %
আফতাব অটো(০.১৬) টাকা০.৪৮ টাকা১৩৩ %
ন্যাশনাল টিউবস(০.০৬) টাকা০.২৪ টাকা১২৫ %
এটলাস বাংলাদেশ(১.৪৬) টাকা(০.৭৯) টাকা৮৫ %
ইস্টার্ন ক্যাবলস(৩.২৯) টাকা(৩.০০) টাকা১০ %
অলিম্পিক এক্সেসরিজ(০.২২) টাকা(০.৩৩) টাকা৩৩ %

বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: