ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোমাঞ্চকর জয়ে কোপা দেল রে’র শেষ আটে বার্সা

  • পোস্ট হয়েছে : ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • 42

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে গ্রানাডার বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। নির্ধারিত সময়ে ২-২ সমতার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বার্সা।

বুধবার রাতে ম্যাচের ৮৮মিনিট পর্যন্ত বার্সেলোনা পিছিয়ে ২-০ গোলের ব্যবধানে। ম্যাচের ৮৮ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল কাছের পোস্টে পেয়ে শট নেন গ্রিজম্যান, তবে তা গোলপোস্টে লেগে গ্রানাডার গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়।

এরপর ৯০ মিনিট শেষে যোগ করা ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গ্রিজম্যানের অ্যাসিস্ট থেকে জর্দি আলবা গোল করে বার্সাকে ২-২ গোলে সমতায় ফেরান। আর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

খেলার অতিরিক্ত সময়ের ১০০তম ১০০তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন গ্রিজম্যান। দুই মিনিট পর গ্রানাডার কার্লোস নেভাকে সের্জিনো ডেস্ট ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার স্পট কিকে সমতা টানেন ভিকো।

১০৮তম মিনিটে বার্সাকে আবার এগিয়ে নেন ডি ইয়ং। আর ১১৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন আলবা। তাতেই নিশ্চিত হয় বার্সেলোনার রোমঞ্চকর ৫-৩ গোলের ব্যবধানের জয়।

এর আগে ম্যাচের ৩৩ মিনিটের মাথায় লিড নেয় গ্রানাডা। বাঁ দিকের বাইলাইনের কাছে স্যামুয়েল উমতিতির ভুলে বল পেয়ে ছয় গজ বক্সে বাড়ান আলবের্তো সরো। পায়ের টোকায় সহজেই জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কেনেদি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে চমকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সলদাদো। নিজেদের ডি-বক্সের একটু সামনে থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টার স্টেগানকে পরাস্ত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোমাঞ্চকর জয়ে কোপা দেল রে’র শেষ আটে বার্সা

পোস্ট হয়েছে : ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে গ্রানাডার বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। নির্ধারিত সময়ে ২-২ সমতার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বার্সা।

বুধবার রাতে ম্যাচের ৮৮মিনিট পর্যন্ত বার্সেলোনা পিছিয়ে ২-০ গোলের ব্যবধানে। ম্যাচের ৮৮ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল কাছের পোস্টে পেয়ে শট নেন গ্রিজম্যান, তবে তা গোলপোস্টে লেগে গ্রানাডার গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়।

এরপর ৯০ মিনিট শেষে যোগ করা ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গ্রিজম্যানের অ্যাসিস্ট থেকে জর্দি আলবা গোল করে বার্সাকে ২-২ গোলে সমতায় ফেরান। আর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

খেলার অতিরিক্ত সময়ের ১০০তম ১০০তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন গ্রিজম্যান। দুই মিনিট পর গ্রানাডার কার্লোস নেভাকে সের্জিনো ডেস্ট ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার স্পট কিকে সমতা টানেন ভিকো।

১০৮তম মিনিটে বার্সাকে আবার এগিয়ে নেন ডি ইয়ং। আর ১১৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন আলবা। তাতেই নিশ্চিত হয় বার্সেলোনার রোমঞ্চকর ৫-৩ গোলের ব্যবধানের জয়।

এর আগে ম্যাচের ৩৩ মিনিটের মাথায় লিড নেয় গ্রানাডা। বাঁ দিকের বাইলাইনের কাছে স্যামুয়েল উমতিতির ভুলে বল পেয়ে ছয় গজ বক্সে বাড়ান আলবের্তো সরো। পায়ের টোকায় সহজেই জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কেনেদি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে চমকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সলদাদো। নিজেদের ডি-বক্সের একটু সামনে থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টার স্টেগানকে পরাস্ত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: