ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশকে এগিয়ে রাখলেন মোস্তাফিজ

  • পোস্ট হয়েছে : ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • 28

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের পর্দা নামলো বাউন্ডারির মধ্য দিয়ে। মোস্তাফিজুর রহমানের করা বলটি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো দুই ফিল্ডারের মাঝখান দিয়ে দিয়ে।

তার আগে শুরুতে ধাক্কা খেলেও ব্যাটে-বলে শাসন করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে ৪৩০ রান করে স্বাগতিকরা।

এরপর নিজেদের প্রথম ইনিংস শুরু করে শুরুতেই উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। ওপেনার জন ক্যাম্পবেল (৩) ও শেন মোসলেকে (২) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ‘কাটার মাস্টার’।

নতুন বল হাতে প্রথম স্পেলে মুভমেন্টের সঙ্গে নিয়ন্ত্রিত বোলিং করে নিজের সেরা ছন্দের এক ঝলকই দেখান মোস্তাফিজ। নিজেদের ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট হারায় ক্যারিবীয়রা।

লেগ বিফোরের আবেদনে আম্পায়ার অবশ্য নটআউট দিয়েছিলেন। তবে আত্মবিশ্বাসী ছিলেন মোস্তাফিজ, রিভিউ নিয়ে পেয়ে যান ১৫ বলে ৩ রান করা ক্যাম্পবেলের উইকেট।

সেই ওভারের পরের বলেও হয় লেগ বিফোরের আবেদন, আম্পায়ারও সাড়া দেন। তবে এবার রিভিউ নিয়ে বেঁচে যান অভিষিক্ত শেন মোজলি। পরে অবশ্য মোস্তাফিজের বলেই আউট হন মোজলি।

ইনিংসের ১১তম ওভারের শেষ বলে নিখুঁত এক ইয়র্কারে মোজলির বুটে আঘাত করেন মোস্তাফিজ, আউট দেন আম্পায়ার। এবার আর রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ২৩ বলে খেলে ২ রান করা মোজলি।

তবে দিন শেষ করার আগে ওপেনার ব্রাথওয়েট (৪৯) ও এনক্রুমাহ বোনারের (১৭) ব্যাটে ভরে করে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের চেয়ে উইন্ডিজ এখনও ৩৫৫ রান পিছিয়ে আছে।

ম্যাচের তৃতীয় দিন শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ওপেনার ব্রাথওয়েট ব্যাট করতে নামবেন ৭ চারের মারে করা ৪৯ রান নিয়ে, বোনার অপরাজিত রয়েছেন ১৭ রানে।

বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশকে এগিয়ে রাখলেন মোস্তাফিজ

পোস্ট হয়েছে : ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের পর্দা নামলো বাউন্ডারির মধ্য দিয়ে। মোস্তাফিজুর রহমানের করা বলটি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো দুই ফিল্ডারের মাঝখান দিয়ে দিয়ে।

তার আগে শুরুতে ধাক্কা খেলেও ব্যাটে-বলে শাসন করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে ৪৩০ রান করে স্বাগতিকরা।

এরপর নিজেদের প্রথম ইনিংস শুরু করে শুরুতেই উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। ওপেনার জন ক্যাম্পবেল (৩) ও শেন মোসলেকে (২) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ‘কাটার মাস্টার’।

নতুন বল হাতে প্রথম স্পেলে মুভমেন্টের সঙ্গে নিয়ন্ত্রিত বোলিং করে নিজের সেরা ছন্দের এক ঝলকই দেখান মোস্তাফিজ। নিজেদের ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট হারায় ক্যারিবীয়রা।

লেগ বিফোরের আবেদনে আম্পায়ার অবশ্য নটআউট দিয়েছিলেন। তবে আত্মবিশ্বাসী ছিলেন মোস্তাফিজ, রিভিউ নিয়ে পেয়ে যান ১৫ বলে ৩ রান করা ক্যাম্পবেলের উইকেট।

সেই ওভারের পরের বলেও হয় লেগ বিফোরের আবেদন, আম্পায়ারও সাড়া দেন। তবে এবার রিভিউ নিয়ে বেঁচে যান অভিষিক্ত শেন মোজলি। পরে অবশ্য মোস্তাফিজের বলেই আউট হন মোজলি।

ইনিংসের ১১তম ওভারের শেষ বলে নিখুঁত এক ইয়র্কারে মোজলির বুটে আঘাত করেন মোস্তাফিজ, আউট দেন আম্পায়ার। এবার আর রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ২৩ বলে খেলে ২ রান করা মোজলি।

তবে দিন শেষ করার আগে ওপেনার ব্রাথওয়েট (৪৯) ও এনক্রুমাহ বোনারের (১৭) ব্যাটে ভরে করে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের চেয়ে উইন্ডিজ এখনও ৩৫৫ রান পিছিয়ে আছে।

ম্যাচের তৃতীয় দিন শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ওপেনার ব্রাথওয়েট ব্যাট করতে নামবেন ৭ চারের মারে করা ৪৯ রান নিয়ে, বোনার অপরাজিত রয়েছেন ১৭ রানে।

বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: