বিনোদন ডেস্ক : অন্তর্জালে ঢুঁ মারলেই এই যুগে তারকাদের সব খবর পাওয়া যায়। সেই অন্তর্জালের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল শুক্রবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে। কেন হঠাৎ ফেসবুক থেকে ‘উধাও’ হলেন জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, এত অসৌজন্যমূলক মন্তব্য আমি আর নিতে পারছি না। শুধু আমি নই, ফেসবুকে আমাদের দেশের কোনো তারকা ছবি পোস্ট করলে (বিশেষ করে কোনো নারী তারকা) সেই ছবির নিচে যেসব মন্তব্য পড়ে তা আসলে নেওয়া কঠিন। এমন নয় যে শুধু ফেইক আইডি থেকে মন্তব্য আসে, অনেক নাম ঠিকানা ও ভালো প্রতিষ্ঠানের কর্মরতরা এসব নোংরা মন্তব্য করে।
তিনি বলেন, অনেকেই বলে এই ব্যাপারটি ইগনোর করতে। আমি করেছি, কিছু নোংরা মন্তব্যকারীদের পেইজ থেকে ব্যান করেছি। কিন্তু বাচ্চা, সংসার আর গান সামলে এসব করে ওঠা কঠিন। আর অনেকেই ভাবেন, প্রচারণার জন্য আমাদের ফেসবুক লাগবেই। তাদের বলতে চাই, যখন ফেসবুক এতটা ছিল না, তখন ন্যান্সি ছিল না? তখন প্রচারণা হতো না?
ন্যান্সি আরও জানিয়েছেন, পেইজ আমি ডিলিট করিনি। এখন পর্যবেক্ষণ করব অন্য তারকাদের ফেসবুক। সেখানে অসৌজন্যমূলক মন্তব্যর মাত্রা যদি সহনীয় মাত্রায় আসে, তখনই ফেসবুকে ফিরব। তাছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমায় প্লেব্যাক করে ক্যারিয়ার শুরু করেন নাজমুন মুনিরা ন্যান্সি। ২০০৯ সালের তাঁর প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালের ‘প্রজাপতি’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
বিজনেস আওয়ার/০৬ ফেব্রুয়ারি, ২০২১/এ