ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • পোস্ট হয়েছে : ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক : ডিএসইর কর্মকাণ্ডে অসন্তুষ্ট বিএসইসি” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, গত ১৯ জানুয়ারি ২০২০ তারিখ আপনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে ডিএসইর কর্মকাণ্ডে অসন্তুষ্ট বিএসইসি”  শীর্ষক প্রতিবেদনটি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে৷ ডিএসই’র আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট টিমের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিবেদনের একাংশে বলা হয়েছে সংশ্লিষ্ট কমিটির ৫ জনের মধ্যে মাত্র ২ জন অংশগ্রহণ করেছে এবং মিটিংয়ে উপস্থিত হওয়ার ক্ষেত্রে ফি না থাকায় অন্যরা আগ্রহী হয়নি বলে কিছু মন্তব্য করা হয়েছে৷ যা সমাজের সুপ্রতিষ্ঠিত ও স্বক্ষেত্রে বিজ্ঞজনের জন্য অত্যন্ত অপমানজনক ও মানহানিকর৷ 

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, সংখ্যাগরিষ্ট স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে৷ পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন অবসরপ্রা্প্ত সরকারী উচ্চ পদস্থ কর্মকতা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের বিশিষ্ট শিক্ষক এবং বেসরকারী খাতের স্বনামধন্য ব্যক্তিবর্গ৷ যারা বিএসইসি কর্তৃক সুনিদিষ্ঠ রেগুলেশনের মাধ্যমে মনোনিত৷ সমাজে তারা অত্যন্ত সুপ্রিতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তিবর্গ৷ তারা বিগত দিনে স্ব স্ব ক্ষেত্রে দেশের উন্নয়নে যথেষ্ট অবদান রাখার কারণেই সরকার তাদের ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন৷ আপনার প্রতিবেদক তার নিজস্ব মনগড়া ও ভিত্তিহীন মতামত প্রতিবেদন আকারে উপস্থাপন করে তাদের মানহানী করেছে বলেই ডিএসই মনে করে৷

প্রকৃতপক্ষে, বৈঠকের সময় ডিএসই’র আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট টিমের ৫ সদস্যের মধ্যে ১ জন কৌশলগত বিনিয়োগকারী যিনি বিদেশী নাগরীক, ১ (এক) জন দেশের বাইরে অবস্থান করছিলেন এবং একজন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিদেশি অতিথিদের সাথে এক জরুরী বৈঠকে ব্যস্ত ছিলেন৷ আর বিএসইসি’র সাথে বৈঠকটি ছিল শারীরিক উপস্থিতি, ফলে কমিটির তিনজন সদস্য স্বশরীরে অংশগ্রহণ করতে পারেননি৷ দুইজন সদস্য ঐ বৈঠকে উপস্থিত ছিলেন৷ তবে মিটিং এর পূর্বে সকল সদস্যের অনুপস্থিতির কারণ মিটিং-এর চেয়ারম্যানকে অবহিত করেন৷

আপনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে এই ধরনের প্রতিবেদন প্রকাশে ডিএসই’র পরিচালক তথা পরিচালনা পর্ষদকে অপমানিত, হেয়প্রতিপণ্য ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে৷ এই ধরনের উদ্দেশ্যমূলক প্রতিবেদনের ফলে সংবেদনশীল শেয়ারবাজারে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়, যা কোনভাবেই কাম্য নয়৷ পরবর্তী সময়ে এই ধরনের বিভ্রান্তিমূলক, উদ্দেশ্য প্রণোদিত, সততা বর্জিত সংবাদ পরিবেশনে অধিকতর সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি৷ পরিশেষে, ডিএসই কর্তৃক প্রেরিত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদলিপিটি যথাস্থানে প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি৷

প্রতিবেদকের বক্তব্য : গত ১৯ জানুয়ারি ডিএসইর আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমের সঙ্গে বৈঠক ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। স্টক এক্সচেঞ্জটির আইটি এখন ২ হাজার কোটি টাকার উপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে না পারায় চিন্তিত কমিশন। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ওইদিন ডাকা হয়েছিল। তাদের কোথায় সমস্যা এবং কি প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা করার জন্য। যেটাকে গুরুত্বপূর্ণ বিবেচনায় বৈঠকে সবার উপস্থিতি থাকা দরকার ছিল বলে কমিশনের পক্ষ থেকে বৈঠকের আলোচনায় তোলা হয়। এমনকি স্বশরীরে না পারলেও অনলাইনে উপস্থিত হতে পারত বলেও আলোচনা করা হয়।

বিজনেস আওয়ার/০৬ ফেব্রুয়ারি, ২০২১/আরএ  

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পোস্ট হয়েছে : ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ডিএসইর কর্মকাণ্ডে অসন্তুষ্ট বিএসইসি” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, গত ১৯ জানুয়ারি ২০২০ তারিখ আপনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে ডিএসইর কর্মকাণ্ডে অসন্তুষ্ট বিএসইসি”  শীর্ষক প্রতিবেদনটি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে৷ ডিএসই’র আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট টিমের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিবেদনের একাংশে বলা হয়েছে সংশ্লিষ্ট কমিটির ৫ জনের মধ্যে মাত্র ২ জন অংশগ্রহণ করেছে এবং মিটিংয়ে উপস্থিত হওয়ার ক্ষেত্রে ফি না থাকায় অন্যরা আগ্রহী হয়নি বলে কিছু মন্তব্য করা হয়েছে৷ যা সমাজের সুপ্রতিষ্ঠিত ও স্বক্ষেত্রে বিজ্ঞজনের জন্য অত্যন্ত অপমানজনক ও মানহানিকর৷ 

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, সংখ্যাগরিষ্ট স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে৷ পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন অবসরপ্রা্প্ত সরকারী উচ্চ পদস্থ কর্মকতা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের বিশিষ্ট শিক্ষক এবং বেসরকারী খাতের স্বনামধন্য ব্যক্তিবর্গ৷ যারা বিএসইসি কর্তৃক সুনিদিষ্ঠ রেগুলেশনের মাধ্যমে মনোনিত৷ সমাজে তারা অত্যন্ত সুপ্রিতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তিবর্গ৷ তারা বিগত দিনে স্ব স্ব ক্ষেত্রে দেশের উন্নয়নে যথেষ্ট অবদান রাখার কারণেই সরকার তাদের ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন৷ আপনার প্রতিবেদক তার নিজস্ব মনগড়া ও ভিত্তিহীন মতামত প্রতিবেদন আকারে উপস্থাপন করে তাদের মানহানী করেছে বলেই ডিএসই মনে করে৷

প্রকৃতপক্ষে, বৈঠকের সময় ডিএসই’র আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট টিমের ৫ সদস্যের মধ্যে ১ জন কৌশলগত বিনিয়োগকারী যিনি বিদেশী নাগরীক, ১ (এক) জন দেশের বাইরে অবস্থান করছিলেন এবং একজন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিদেশি অতিথিদের সাথে এক জরুরী বৈঠকে ব্যস্ত ছিলেন৷ আর বিএসইসি’র সাথে বৈঠকটি ছিল শারীরিক উপস্থিতি, ফলে কমিটির তিনজন সদস্য স্বশরীরে অংশগ্রহণ করতে পারেননি৷ দুইজন সদস্য ঐ বৈঠকে উপস্থিত ছিলেন৷ তবে মিটিং এর পূর্বে সকল সদস্যের অনুপস্থিতির কারণ মিটিং-এর চেয়ারম্যানকে অবহিত করেন৷

আপনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে এই ধরনের প্রতিবেদন প্রকাশে ডিএসই’র পরিচালক তথা পরিচালনা পর্ষদকে অপমানিত, হেয়প্রতিপণ্য ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে৷ এই ধরনের উদ্দেশ্যমূলক প্রতিবেদনের ফলে সংবেদনশীল শেয়ারবাজারে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়, যা কোনভাবেই কাম্য নয়৷ পরবর্তী সময়ে এই ধরনের বিভ্রান্তিমূলক, উদ্দেশ্য প্রণোদিত, সততা বর্জিত সংবাদ পরিবেশনে অধিকতর সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি৷ পরিশেষে, ডিএসই কর্তৃক প্রেরিত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদলিপিটি যথাস্থানে প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি৷

প্রতিবেদকের বক্তব্য : গত ১৯ জানুয়ারি ডিএসইর আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমের সঙ্গে বৈঠক ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। স্টক এক্সচেঞ্জটির আইটি এখন ২ হাজার কোটি টাকার উপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে না পারায় চিন্তিত কমিশন। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ওইদিন ডাকা হয়েছিল। তাদের কোথায় সমস্যা এবং কি প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা করার জন্য। যেটাকে গুরুত্বপূর্ণ বিবেচনায় বৈঠকে সবার উপস্থিতি থাকা দরকার ছিল বলে কমিশনের পক্ষ থেকে বৈঠকের আলোচনায় তোলা হয়। এমনকি স্বশরীরে না পারলেও অনলাইনে উপস্থিত হতে পারত বলেও আলোচনা করা হয়।

বিজনেস আওয়ার/০৬ ফেব্রুয়ারি, ২০২১/আরএ  

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: