ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের স্বর্ণের মূল্য নির্ধারণ করবে বাজুস

  • পোস্ট হয়েছে : ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় স্বর্ণের মূল্য নির্ধারণ করার পরিকল্পনা করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে যাবে বলে গুঞ্জন ছড়ালেও এ নিয়ম কার্যকর হলে স্বর্ণের দাম বাড়া বা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাজুসের দায়িত্বশীলরা।

বাজুস জানায়, স্বর্ণালঙ্কারের ভ্যাট ও মজুরি এখনো আছে। কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা অসুস্থ্য প্রতিযোগিতায় নেমে এবং সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য ভ্যাট গোপন করে স্বর্ণালঙ্কার বিক্রি করেন। এই ভ্যাট ফাঁকি বন্ধ করতে স্বর্ণের মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হলে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় বাড়বে।

এ প্রসঙ্গে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, স্বর্ণালঙ্কারে এখনো ভ্যাট আছে। আমার ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে এখন এক ভরি স্বর্ণালঙ্কার কিনতে প্রায় ৮০ হাজার টাকা লাগে। নতুন নিয়ম কার্যকর হলেও এই দাম হবে। নতুন নিয়মের ফলে স্বর্ণালঙ্কারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

তাহলে নতুন নিয়মে কী পরিবর্তন হবে? এ ব্যাপারে তিনি বলেন, নতুন নিয়ম কার্যকর হলে বাজুস ভ্যাটসহ স্বর্ণের দাম নির্ধারণ করে দেবে। তখন স্বর্ণালঙ্কারের ব্যবসায়ীরা বিক্রির সময় আর ভ্যাট যুক্ত করবেন না। সুতরাং এই নিয়মের ফলে স্বর্ণালঙ্কারের দাম বাড়বে না। তবে ভ্যাট ফাঁকি বন্ধ হবে। কারণ ভ্যাটযুক্ত করে দাম নির্ধারণ করায় সব ব্যবসায়ী ভ্যাট দিতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, বাজুসের অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) স্বর্ণের মূল্যের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখনই এই সিদ্ধান্ত কার্যকর হবে না। এই নিয়ম আসলেই কার্যকর হবে কি-না সে সিদ্ধান্ত হবে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায়।

এদিকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ পুনঃনির্ধারণ করা হয় গত ১৩ জানুয়ারি থেকে। ১২ জানুয়ারি অনুষ্ঠিত বাজুসের কর্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এতে ভ্যাট ও মজুরি যোগ করে এক ভরি ভালো মানের স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের প্রায় ৮০ হাজার টাকা দিতে হচ্ছে।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে। আর এই মানের স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের পাঁচ শতাংশ ভ্যাট ও মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হয়।

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের স্বর্ণের মূল্য নির্ধারণ করবে বাজুস

পোস্ট হয়েছে : ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় স্বর্ণের মূল্য নির্ধারণ করার পরিকল্পনা করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে যাবে বলে গুঞ্জন ছড়ালেও এ নিয়ম কার্যকর হলে স্বর্ণের দাম বাড়া বা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাজুসের দায়িত্বশীলরা।

বাজুস জানায়, স্বর্ণালঙ্কারের ভ্যাট ও মজুরি এখনো আছে। কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা অসুস্থ্য প্রতিযোগিতায় নেমে এবং সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য ভ্যাট গোপন করে স্বর্ণালঙ্কার বিক্রি করেন। এই ভ্যাট ফাঁকি বন্ধ করতে স্বর্ণের মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হলে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় বাড়বে।

এ প্রসঙ্গে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, স্বর্ণালঙ্কারে এখনো ভ্যাট আছে। আমার ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে এখন এক ভরি স্বর্ণালঙ্কার কিনতে প্রায় ৮০ হাজার টাকা লাগে। নতুন নিয়ম কার্যকর হলেও এই দাম হবে। নতুন নিয়মের ফলে স্বর্ণালঙ্কারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

তাহলে নতুন নিয়মে কী পরিবর্তন হবে? এ ব্যাপারে তিনি বলেন, নতুন নিয়ম কার্যকর হলে বাজুস ভ্যাটসহ স্বর্ণের দাম নির্ধারণ করে দেবে। তখন স্বর্ণালঙ্কারের ব্যবসায়ীরা বিক্রির সময় আর ভ্যাট যুক্ত করবেন না। সুতরাং এই নিয়মের ফলে স্বর্ণালঙ্কারের দাম বাড়বে না। তবে ভ্যাট ফাঁকি বন্ধ হবে। কারণ ভ্যাটযুক্ত করে দাম নির্ধারণ করায় সব ব্যবসায়ী ভ্যাট দিতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, বাজুসের অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) স্বর্ণের মূল্যের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখনই এই সিদ্ধান্ত কার্যকর হবে না। এই নিয়ম আসলেই কার্যকর হবে কি-না সে সিদ্ধান্ত হবে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায়।

এদিকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ পুনঃনির্ধারণ করা হয় গত ১৩ জানুয়ারি থেকে। ১২ জানুয়ারি অনুষ্ঠিত বাজুসের কর্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এতে ভ্যাট ও মজুরি যোগ করে এক ভরি ভালো মানের স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের প্রায় ৮০ হাজার টাকা দিতে হচ্ছে।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে। আর এই মানের স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের পাঁচ শতাংশ ভ্যাট ও মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হয়।

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: