ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তথ্যপ্রযুক্তি খাতে সমান সংখ্যক কোম্পানির মুনাফা উত্থান-পতন

  • পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতে ১০টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৯টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে সমান সংখ্যক অর্থাৎ ৪৪ শতাংশ করে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে এবং কমেছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৪টির বা ৪৪ শতাংশের মুনাফা বেড়েছে। ৪টির বা ৪৪ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ১টি বা ১২ শতাংশ কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৩৫ শতাংশ বেড়েছে এডিএন টেলিকমের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ শতাংশ করে বিডিকম ও আইটি কনসালটেন্টসের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ শতাংশ মুনাফা বেড়েছে অগ্নি সিস্টেমসের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ৪টির বা ৪৪ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৯১ শতাংশ কমেছে ইনফর্মেশন সার্ভিসেসে নেটওয়ার্কের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ শতাংশ ড্যাফোডিল কম্পিউটার্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২৯ শতাংশ মুনাফা কমেছে আমরা টেকনোলজিসের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২৬ শতাংশ কমেছে আমরা নেটওয়ার্কের।

অর্থবছরের ছয় মাসে কোনো কোম্পানির লোকসান না হলেও একটি অর্থাৎ জেনেক্স ইনফোসিসের মুনাফা আগের বছরের মতো চলতি অর্থবছরের ছয় মাসে একই পরিমাণ হয়েছে। অর্থাৎ কোম্পানিটির মুনাফা অপরিবর্তিত রয়েছে।

কোম্পানির নাম  ২০২০ সালের ছয় মাসের ইপিএস২০১৯ সালের ছয় মাসের ইপিএসব্যবধান
   বেড়েছে
এডিএন টেলিকম১.২০ টাকা০.৮৯ টাকা৩৫%
বিডিকম অনলাইন০.৪৩ টাকা০.৩৮  টাকা১৩%
আইটি কনসালটেন্টস০.৭৮ টাকা০.৬৯ টাকা১৩%
অগ্নি সিস্টেমস০.৪৮ টাকা০.৪৪ টাকা৯%
    
   কমেছে
ইনফর্মেশন সার্ভিসেস০.০২ টাকা০.২৩ টাকা৯১%
ড্যাফোডিল০.৩৪ টাকা০.৮০ টাকা৫৭%
আমরা টেকনোলজিস০.৭১ টাকা১ টাকা২৯%
আমরা নেটওয়ার্ক১.২৫ টাকা১.৬৯ টাকা২৬%
    
   অপরিবর্তিত
জেনেক্স ইনফোসিস১.৯০ টাকা১.৯০ টাকা০০%

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তথ্যপ্রযুক্তি খাতে সমান সংখ্যক কোম্পানির মুনাফা উত্থান-পতন

পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতে ১০টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৯টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে সমান সংখ্যক অর্থাৎ ৪৪ শতাংশ করে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে এবং কমেছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৪টির বা ৪৪ শতাংশের মুনাফা বেড়েছে। ৪টির বা ৪৪ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ১টি বা ১২ শতাংশ কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৩৫ শতাংশ বেড়েছে এডিএন টেলিকমের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ শতাংশ করে বিডিকম ও আইটি কনসালটেন্টসের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ শতাংশ মুনাফা বেড়েছে অগ্নি সিস্টেমসের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ৪টির বা ৪৪ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৯১ শতাংশ কমেছে ইনফর্মেশন সার্ভিসেসে নেটওয়ার্কের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ শতাংশ ড্যাফোডিল কম্পিউটার্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২৯ শতাংশ মুনাফা কমেছে আমরা টেকনোলজিসের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২৬ শতাংশ কমেছে আমরা নেটওয়ার্কের।

অর্থবছরের ছয় মাসে কোনো কোম্পানির লোকসান না হলেও একটি অর্থাৎ জেনেক্স ইনফোসিসের মুনাফা আগের বছরের মতো চলতি অর্থবছরের ছয় মাসে একই পরিমাণ হয়েছে। অর্থাৎ কোম্পানিটির মুনাফা অপরিবর্তিত রয়েছে।

কোম্পানির নাম  ২০২০ সালের ছয় মাসের ইপিএস২০১৯ সালের ছয় মাসের ইপিএসব্যবধান
   বেড়েছে
এডিএন টেলিকম১.২০ টাকা০.৮৯ টাকা৩৫%
বিডিকম অনলাইন০.৪৩ টাকা০.৩৮  টাকা১৩%
আইটি কনসালটেন্টস০.৭৮ টাকা০.৬৯ টাকা১৩%
অগ্নি সিস্টেমস০.৪৮ টাকা০.৪৪ টাকা৯%
    
   কমেছে
ইনফর্মেশন সার্ভিসেস০.০২ টাকা০.২৩ টাকা৯১%
ড্যাফোডিল০.৩৪ টাকা০.৮০ টাকা৫৭%
আমরা টেকনোলজিস০.৭১ টাকা১ টাকা২৯%
আমরা নেটওয়ার্ক১.২৫ টাকা১.৬৯ টাকা২৬%
    
   অপরিবর্তিত
জেনেক্স ইনফোসিস১.৯০ টাকা১.৯০ টাকা০০%

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: