ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মার্শেইকে হারিয়েছে পিএসজি

  • পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • 38

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্শেইকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচে কিলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দি গোল করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। অ্যাঞ্জেলো ডি মারিয়ার থ্রু পাস ধরে সেঁড়ে থাকা এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে বল জালে জড়িয়ে দেন এমবাপে।

২৪ মিনিটে ব্যবধান ২-০ করে পিএসজি। দুরূহ কোণে দাঁড়িয়ে থাকা মাউরো ইকার্দি ব্যাক হেডে বল জড়িয়ে দেন জালে। ম্যাচের ৬৬ মিনিটে ইকার্দির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। একাধিক সুযোগও তৈরি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু গোল হয়নি।

৭৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শট লক্ষ্যে থাকেনি। ৮৪ মিনিটে সারাবিয়ার কাট ব্যাক ধরতে পারেননি নেইমার। শেষ দিকে মার্কো ভেরাত্তিকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্শেইয়ের দিমিত্রি পায়েত। শেষ পর্যন্ত এই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের ওপরে থাকা দুই দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমল নেইমার-এমবাপেদের। ২৪ ম্যাচ খেলে তিন নম্বরে থাকা পিএসজির পয়েন্ট দাঁড়াল ৫১। অন্যদিকে সমান ম্যাচে শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৫৪, দুই নম্বরে থাকা অলিম্পিক লিওঁর পয়েন্ট ৫২।

বিজনেস আওয়ার/০৮ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মার্শেইকে হারিয়েছে পিএসজি

পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্শেইকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচে কিলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দি গোল করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। অ্যাঞ্জেলো ডি মারিয়ার থ্রু পাস ধরে সেঁড়ে থাকা এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে বল জালে জড়িয়ে দেন এমবাপে।

২৪ মিনিটে ব্যবধান ২-০ করে পিএসজি। দুরূহ কোণে দাঁড়িয়ে থাকা মাউরো ইকার্দি ব্যাক হেডে বল জড়িয়ে দেন জালে। ম্যাচের ৬৬ মিনিটে ইকার্দির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। একাধিক সুযোগও তৈরি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু গোল হয়নি।

৭৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শট লক্ষ্যে থাকেনি। ৮৪ মিনিটে সারাবিয়ার কাট ব্যাক ধরতে পারেননি নেইমার। শেষ দিকে মার্কো ভেরাত্তিকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্শেইয়ের দিমিত্রি পায়েত। শেষ পর্যন্ত এই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের ওপরে থাকা দুই দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমল নেইমার-এমবাপেদের। ২৪ ম্যাচ খেলে তিন নম্বরে থাকা পিএসজির পয়েন্ট দাঁড়াল ৫১। অন্যদিকে সমান ম্যাচে শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৫৪, দুই নম্বরে থাকা অলিম্পিক লিওঁর পয়েন্ট ৫২।

বিজনেস আওয়ার/০৮ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: