সম্প্রতি অনেক ক্ষেত্রেই লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, শ্রেষ্ঠত্বের বিচারে মেসির কাছে হেরে গেলেন রোনালদো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএস) গত এক দশকের সেরা ফুটবলার নির্বাচন করেছে। যেখানে রোনালদোকে পেছনে পেলে সেরা হলেন মেসিই।
দশক সেরার প্রতিযোগিতা হয়েছে মূলত মেসি এবং রোনালদোর মধ্যেই। যেখানে নানা পরিসংখ্যান এবং সাফল্যের বিবেচনায় আইএফএফএস মেসিকেই সেরার স্থানে রেখেছে। রোনালদো হলেন দ্বিতীয়। এরপরই তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন ইনিয়েস্তা এবং নেইমার। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে রোনালদো জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
তবে একই সময়ে বার্সেলোনার হয়ে অসাধারণ সব গোল করে গেছেন মেসি। যে কারণে রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখলো সংস্থাটি। জ্লাতান ইব্রাহিমোভিচ এবং লুকা মদ্রিচকে রাখা হয়েছে এই তালিকার অষ্টম এবং নবম স্থানে। সেরা দশে রয়েছেন জিয়ানলুইজি বাফন এবং ম্যানুয়েল ন্যুয়ার।
বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এ