স্পোর্টস ডেস্ক : আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন তারকা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কির।
সোমবার কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয় দুদল। যেখানে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন।
ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়নরা। সের্গে জিনাব্রির পাসে ছয় গজ বক্সের সামনে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চলতি বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা লেভান্ডভস্কি।
দ্বিতীয়ার্ধে ৮৫তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে জয় নিশ্চিত করেন লেভান্ডভস্কি। ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: