বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্তবিদ্যুৎ ও জ্বালানি খাতে ২১টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৯টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৪৭ শতাংশের করে অর্থাৎ সমান সংখ্যক কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে-কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৯টির বা ৪৭ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, ৯টির বা ৪৭ শতাংশের মুনাফা কমেছে আর ১টির বা ৬ শতাংশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ১২৩ শতাংশ বেড়েছে ইস্টার্ন লুব্রিকেন্টের। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ শতাংশ ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৪৩ শতাংশ মুনাফা বেড়েছে ডরিন পাওয়ারের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ৩ শতাংশ বেড়েছে যমুনা অয়েলের।
শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ৮৫ শতাংশ কমেছে ডেসকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ শতাংশ এনার্জিপ্যাক পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ২৪ শতাংশ করে মুনাফা কমেছে ইন্ট্রাকো ও পাওয়ার গ্রীডের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ১ শতাংশ কমেছে সামিট পাওয়ারের।
অর্থছরের ৬ মাসে একটির অর্থাৎ সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান ২২০ শতাংশ বেড়েছে।
কোম্পানির নাম | ২০২০ সালের ছয় মাসের ইপিএস | ২০১৯ সালের ছয় মাসের ইপিএস | ব্যবধান |
মুনাফা বেড়েছে | |||
ইস্টার্ন লুব্রিকেন্ট | ৫.৮০ টাকা | ২.৬০ টাকা | ১২৩% |
ইউনাইটেড পাওয়ার | ৯.৫০ টাকা | ৫.৪৭ টাকা | ৭৪% |
ডরিন পাওয়ার | ৪.৩১ টাকা | ৩.০১ টাকা | ৪৩% |
শাহজিবাজার পাওয়ার | ৩.০৯ টাকা | ২.১৮ টাকা | ৪২% |
জিবিবি পাওয়ার | ০.৭৭ টাকা | ০.৫৫ টাকা | ৪০% |
এসোসিয়েটেড অক্সিজেন | ১.০৫ টাকা | ০.৮৫ টাকা | ২৩% |
বারাকা পাওয়ার | ১.৫০ টাকা | ১.২৬ টাকা | ১৯% |
এমজেএলবিডি | ৩.৬৪ টাকা | ৩.১১ টাকা | ১৭% |
যমুনা অয়েল | ৯.৬৪ টাকা | ৯.৩৫ টাকা | ৩% |
মুনাফা কমেছে | |||
ডেসকো | ০.৩১ টাকা | ২.০৭ টাকা | ৮৫% |
এনার্জিপ্যাক পাওয়ার | ০.৯২ টাকা | ১.৭৩ টাকা | ৪৭% |
ইন্ট্রাকো | ০.২৯ টাকা | ০.৩৮ টাকা | ২৪% |
পাওয়ার গ্রীড | ২.৫১ টাকা | ৩.৩২ টাকা | ২৪% |
খুলনা পাওয়ার | ১.৫৭ টাকা | ১.৯৬ টাকা | ২০% |
পদ্মা অয়েল | ১১.২০ টাকা | ১৩.৩৫ টাকা | ১৬% |
তিতাস গ্যাস | ১.৪৩ টাকা | ১.৬২ টাকা | ১২% |
মেঘনা পেট্রোলিয়াম | ১২.২৪ টাকা | ১৩.৭৫ টাকা | ১১% |
সামিট পাওয়ার | ২.৮১ টাকা | ২.৮৪ টাকা | ১% |
লোকসান | |||
সিভিও পেট্রোকেমিক্যাল | (১.২৮) টাকা | (০.৪০) টাকা | ২২০% |
বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এস