বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৪.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫.৯০ টাকায়। অর্থাৎ আজ এই কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বা ৪.৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের ১.৮৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১.৫০ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১.৪৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ১.১৭ শতাংশ, যমুনা ব্যাংকের ১.০৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১.০৪ শতাংশ, ঢাকা ব্যাংকের ০.৮১ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ০.৫৯ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ০.৫৬ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এস