ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা টেস্টে সাকিবের জায়গায় সৌম্য

  • পোস্ট হয়েছে : ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • 71

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের জায়গায় ঢাকা টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন বা-হাতি ওপেনার সৌম্য সরকার। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে চোটে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে পাওয়া চোট থেকে সেরে না ওঠায় সাকিব থাকছেন না।

বাংলাদেশ টেস্ট দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন সৌম্য। সেবার বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে দেখা গেছে এই বাঁহাতি ওপেনারকে। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩২ রান করেছিলেন সৌম্য। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি তার।

বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

ঢাকা টেস্টে সাকিবের জায়গায় সৌম্য

পোস্ট হয়েছে : ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের জায়গায় ঢাকা টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন বা-হাতি ওপেনার সৌম্য সরকার। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে চোটে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে পাওয়া চোট থেকে সেরে না ওঠায় সাকিব থাকছেন না।

বাংলাদেশ টেস্ট দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন সৌম্য। সেবার বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে দেখা গেছে এই বাঁহাতি ওপেনারকে। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩২ রান করেছিলেন সৌম্য। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি তার।

বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: