ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেহজাবীনের গানের শিক্ষক অপূর্ব

  • পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • 39

বিনোদন ডেস্ক : হারমোনিয়াম নিয়ে বেশ গম্ভীরভাবে গলা সাধছেন অপূর্ব। পাশে বসে তবলায় মনোযোগী মেহজাবীন। এভাবেই নাটকে গুরু শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। আসছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মধু সিং’র দৃশ্য। অপূর্বর গল্প ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকটিতে দু’জন সংগীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার হয়েছে। তবে এটা সত্যি গানের প্রতি প্রবল শ্রদ্ধা ভালোবাসা রেখেই, গান শেখাকে কেন্দ্র করে এ নাটকের গল্প এগিয়েছে। আমি এবং মেহজাবীন চেষ্টা করেছি গল্পানুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক, প্রচারের পর কেমন সাড়া মেলে।

মেহজাবীন বলেন, নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে দারুণ লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক।

নির্মাতা মহিদুল মহিম জানান, আসছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ‘মধু সিং’ নাটকটি প্রচার হবে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেহজাবীনের গানের শিক্ষক অপূর্ব

পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : হারমোনিয়াম নিয়ে বেশ গম্ভীরভাবে গলা সাধছেন অপূর্ব। পাশে বসে তবলায় মনোযোগী মেহজাবীন। এভাবেই নাটকে গুরু শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। আসছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মধু সিং’র দৃশ্য। অপূর্বর গল্প ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকটিতে দু’জন সংগীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার হয়েছে। তবে এটা সত্যি গানের প্রতি প্রবল শ্রদ্ধা ভালোবাসা রেখেই, গান শেখাকে কেন্দ্র করে এ নাটকের গল্প এগিয়েছে। আমি এবং মেহজাবীন চেষ্টা করেছি গল্পানুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক, প্রচারের পর কেমন সাড়া মেলে।

মেহজাবীন বলেন, নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে দারুণ লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক।

নির্মাতা মহিদুল মহিম জানান, আসছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ‘মধু সিং’ নাটকটি প্রচার হবে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: