স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সেভিয়া। আর তাতেই ফাইনালের পথে এক পা দিয়ে রাখল সেভিয়া। ঘরের মাঠে জুলেস কুন্দে এবং ইভান রাকিটিচের গোলে জয় পায় সেভিয়া।
বুধবার রাতে ম্যাচের শুরুর দিকেই অবশ্য গোলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। গ্রিজম্যানের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ধরে ফেলেন মেসি। বল পেয়ে লক্ষ্যে শট নিলেও তা দারুণ দক্ষতায় রুখে দেন ইয়াসিন বোনো।
এর কিছুক্ষণ পর সুযোগ আসে সেভিয়ার কাছেও। তবে কুন্দের নেওয়া শট বাইরে দিয়ে বেরিয়ে গেলে লিড নেওয়া হয়নি সেভিয়ার। খেলার ২৫তম মিনিটের মাথায় কুন্দের গোলেই লিড নেয় সেভিয়া। সেভিয়া এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
সেভিয়া লিড বাড়তে পারতো প্রথমার্ধ শেষের আগেই। বার্সার দুর্বল রক্ষণ ভেঙে ডি বক্সে ঢুকে পড়ে জোরালো শট নেন এস্কুয়েদ্রো। তবে এবার দারুণ প্রচেষ্টায় তা রুখে দেন টার স্টেগান।
বিরতি থেকে ফিরে কয়েকটি দুর্দান্ত আক্রমণ করে বার্সেলোনা। তবে মেসির চেষ্টা রুখে দেন বোনো। বার্সেলোনা ম্যাচে ফিরার চেষ্টা করেও আর পারেনি, উল্টো ম্যাচের ৮৫ মিনিটের মাথায় ইভান রাকিটিচ প্রতি-আক্রমণ থেকে গোল করে ব্যবধান ২-০ করেন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ মাঠে গড়াবে আগামী ৩ মার্চ। যেখানে সেভিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত করতে বার্সেলোনা।
বিজনেস আওয়ার/১১ ফেব্রুয়ারি, ২০২১/এ