বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাজে বোলিংয়ে শুরু করেছিল বাংলাদেশ। হতাশার শুরুর পর খানিকটা স্বস্তি হয়ে এলো এনক্রুমা বনারের উইকেট।
টানা দুই ইনিংসে সুবাস পেয়েও সেঞ্চুরি পেলেন না বনার। আগের টেস্টে ৮৬ রানের পর এবার তিনি আউট ৯০ রানে। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জশুয়া দা সিলভা টিকে আছেন ৫২ রানে।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন প্রথম পানি পানের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ২৭৪। প্রথম ঘণ্টায় ১৪ ওভারে রান এসেছে ৫১।
প্রথম দিনের সফলতম বোলার আবু জায়েদ দিন শেষে বলেছিলেন, ক্যারিবিয়ানদের আটকে রাখতে চান তিনশর মধ্যে। দ্বিতীয় দিনের শুরুটা হয় তার হাত ধরেই। কিন্তু তিনিই ছিলেন সবচেয়ে বিবর্ণ। তার শক্তির জায়গা সুইং। অথচ একের পর এক লেংথ ও শর্ট অব লেংথ ডেলিভারি করে যান। ফুল লেংথ কয়েকটি করেন লেগ স্টাম্পে। তাতে বনার ও জশুয়া আরামেই বাড়ান রান।
আরেকপাশে তাইজুল ইসলামও রাখতে পারেননি তেমন কোনো প্রভাব। দিনের প্রথম ৮ ওভারে ছিল না কোনো মেডেন।
মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে আসার পর একটু ধার বাড়ে আক্রমণের। উইকেটও এনে দেন তিনিই। বনারের ডিফেন্স থেকে আসা বল লেগ স্লিপে দারুণ ক্যাচ নেন মোহাম্মদ মিঠুন। ২০৯ বলে ৯০ রানে থামে বনারের অভিযান।
মিরাজের পরের ওভারেই জশুয়া ফিফটি স্পর্শ করেন ৮৬ বলে। বাংলাদেশের সামনে মূল বাধা এখন তিনিই।
বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২১/কমা