বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৫২টির বা ৬৮.৬৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২০.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফান্ডটির ইউনিট দর দাঁড়ায় ১৭.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ৩.৪০ টাকা বা ১৬.৩৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ১৩.৭৯ শতাংশ, এমআই সিমেন্টের ১২.৭৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১১.৮৬ শতাংশ, সোনালী আঁশের ১১.৮১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১১.৪৩ শতাংশ, সিটি ব্যাংকের ১০.৮৯ শতাংশ< ফার্স্ট ফাইন্যান্সের ১০.৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১০.৭১ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ১০.৩৭ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২১/এস