ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গর্বের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন তাইজুল

  • পোস্ট হয়েছে : ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • 55

স্পোর্টস ডেস্ক : ২২ গজে বল হাতে এক গর্বের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন টাইগারদের বা-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। এতে দেশের মাটিতে বল হাতে ১০০ শিকার পূর্ণ হলো তার। দেশের মাটিতে ১০০ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করা দ্বিতীয় বোলার তিনি।

গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে ওয়েস্ট ইন্ডিজের ইনফর্ম ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে সাজঘরে পাঠিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তাইজুল। ওয়েস্ট ইনিডজের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯৩ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। ঘরের মাঠে ২১ টেস্টে ১০০ শিকার পূর্ণ হলো বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।

ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৬ বার। আর ম্যাচে একবার নিয়েছেন ১০ উইকেট। ক্যারিয়ারে ১২২ উইকেট নিয়ে তিনি সাদা পোশাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তাইজুল ইসলাম। গত বছর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন। বাংলাদেশের হয়ে টেস্টে সাকিব আল হাসানের ২১০ ও সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের ঝুলিতে রয়েছে ১০০ উইকেট।

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গর্বের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন তাইজুল

পোস্ট হয়েছে : ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : ২২ গজে বল হাতে এক গর্বের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন টাইগারদের বা-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। এতে দেশের মাটিতে বল হাতে ১০০ শিকার পূর্ণ হলো তার। দেশের মাটিতে ১০০ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করা দ্বিতীয় বোলার তিনি।

গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে ওয়েস্ট ইন্ডিজের ইনফর্ম ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে সাজঘরে পাঠিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তাইজুল। ওয়েস্ট ইনিডজের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯৩ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। ঘরের মাঠে ২১ টেস্টে ১০০ শিকার পূর্ণ হলো বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।

ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৬ বার। আর ম্যাচে একবার নিয়েছেন ১০ উইকেট। ক্যারিয়ারে ১২২ উইকেট নিয়ে তিনি সাদা পোশাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তাইজুল ইসলাম। গত বছর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন। বাংলাদেশের হয়ে টেস্টে সাকিব আল হাসানের ২১০ ও সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের ঝুলিতে রয়েছে ১০০ উইকেট।

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: