স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগটা বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমেছিল পিএসজি। আক্রমণভাগে অন্যতম সেরা দুই তারকা নেইমার, ডি মারিয়াকে ছাড়াই বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। অপর গোলটি ময়েস কিন। আর বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটা করেছেন মেসি।
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি ফুটবলই খেলেছে দুই দল। কিন্তু বিরতির পর দুর্দান্ত পিএসজির বিপক্ষে পাত্তাই পেল না বার্সেলোনা। চোট কাটিয়ে অনেকদিন পর ফিরেছেন বার্সার রক্ষণভাগের বড় তারকা জেরার্ড পিকে। কিন্তু কিলিয়ান এমবাপের গতির কোনো জবাবই দিতে পারেনি বার্সার রক্ষণ। ভা
যদিও ম্যাচে বার্সাই প্রথম এগিয়ে গিয়েছিল। ২৭ মিনিটে ডি-বক্সে পেদ্রির বাড়ানো বল ধরতে গিয়ে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে সংঘর্ষ হয় ইদ্রিসা গুইয়ের। পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। ৩২ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান এমবাপে। মার্কো ভেরাত্তির পাস ধরে বার্সার এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন ফরাসি তরুণ।
তিন মিনিট পর বার্সার ত্রাতা টের স্টেগেন। এমবাপের পাস থেকে নেওয়া লেইভিন কুরজাওয়ার দারুণ এক শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান বার্সা গোলরক্ষক। ৩৯ মিনিটে আবারও বার্সাকে বাঁচান স্টেগেন। ময়েস কিনের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান জার্মান গোলরক্ষক। প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপের শট লক্ষ্যে থাকেনি। কিছুক্ষণ পর কিনের শট আলবার পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালের দিকে চাচ্ছিল। সেটাও ঠেকিয়ে দেন টের স্টেগেন। তবে ৬৫ মিনিটে জাল আর অক্ষত রাখতে পারেননি বার্সা গোলরক্ষক। হঠাৎ-ই বল পেয়ে যান ডি-বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা এমবাপে। জোড়ালো শটে গোল করতে ভুল করেননি ফরাসি তারকা।
তিন মিনিট পর এমবাপের আরেকটা দারুণ শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন স্টেগেন। তার মিনিট দুই পর ব্যবধান ৩-১ করেন পিএসজির ময়েস কিন। লিয়েন্দ্রো পারাদেসের নেওয়া ফ্রি কিকে লাফিয়ে হেড নিয়ে বল জালে জড়িয়ে দেন কিন। ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক এবং পিএসজির বড় জয় নিশ্চিত করেছেন এমবাপে। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২১/এ