ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গোপন প্রেম-বিয়ে নিয়ে যা বললেন মেহজাবীন!

  • পোস্ট হয়েছে : ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • 32

বিনোদন ডেস্ক : এবারের ভালোবাসা দিবসে মেহজাবীন চৌধুরীর ১৫টি নাটক প্রচার হয়েছে। এছাড়া রেকর্ড গড়েছে মেহজাবীন অভিনীত ‘শিল্পী’ নাটকটি। অল্প সময়ে কোটি ভিউয়ের ঘরে পৌঁছে গেছে নাটকটি। এ নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন।

অনুভূতি ব্যক্ত করে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এত অল্প সময়ের মধ্যে নাটকটির কোটি ভিউ আমার ক্যারিয়ারে আরেকটি মাত্রা যোগ করল। তবে এ ঘটনা আমার একার জন্য আনন্দের তা নয়, পুরো টিমের জন্য, এমনকি ইন্ডাস্ট্রির জন্যও।

সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়েও কথা বলেন এ সুন্দরী। কেন বিনোদন অঙ্গনের অনেক নায়িকা প্রেম, বিয়ে গোপন রাখেন?

এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, আমি বিয়ে করিনি, গোপনও রাখিনি। এর উত্তর আমি দিতে পারব না। এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। যদি কেউ দর্শকের কথা মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত হবে ভুল।

মেহজাবীন অভিনীত এবারের ভালোবসা দিবসের নাটকগুলো হলো— ‘মাজনু’, ‘লতা অডিও’, ‘আয় ফিরে আয়’, ‘কাজলরেখা’, ‘মধু সিং’, ‘লাভ বাই মিসটেক’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘বিলোপ’, ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘নৈব নৈব চ’, ‘পান সুপারি’, ‘ভুলজন্ম’, ‘সিন্ধান্ত’, ‘গোলমরিচ’, ‘রেড বেল রেড’।

বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গোপন প্রেম-বিয়ে নিয়ে যা বললেন মেহজাবীন!

পোস্ট হয়েছে : ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : এবারের ভালোবাসা দিবসে মেহজাবীন চৌধুরীর ১৫টি নাটক প্রচার হয়েছে। এছাড়া রেকর্ড গড়েছে মেহজাবীন অভিনীত ‘শিল্পী’ নাটকটি। অল্প সময়ে কোটি ভিউয়ের ঘরে পৌঁছে গেছে নাটকটি। এ নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন।

অনুভূতি ব্যক্ত করে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এত অল্প সময়ের মধ্যে নাটকটির কোটি ভিউ আমার ক্যারিয়ারে আরেকটি মাত্রা যোগ করল। তবে এ ঘটনা আমার একার জন্য আনন্দের তা নয়, পুরো টিমের জন্য, এমনকি ইন্ডাস্ট্রির জন্যও।

সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়েও কথা বলেন এ সুন্দরী। কেন বিনোদন অঙ্গনের অনেক নায়িকা প্রেম, বিয়ে গোপন রাখেন?

এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, আমি বিয়ে করিনি, গোপনও রাখিনি। এর উত্তর আমি দিতে পারব না। এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। যদি কেউ দর্শকের কথা মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত হবে ভুল।

মেহজাবীন অভিনীত এবারের ভালোবসা দিবসের নাটকগুলো হলো— ‘মাজনু’, ‘লতা অডিও’, ‘আয় ফিরে আয়’, ‘কাজলরেখা’, ‘মধু সিং’, ‘লাভ বাই মিসটেক’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘বিলোপ’, ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘নৈব নৈব চ’, ‘পান সুপারি’, ‘ভুলজন্ম’, ‘সিন্ধান্ত’, ‘গোলমরিচ’, ‘রেড বেল রেড’।

বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: