বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির বা ৪০.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বেক্সিমকোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার বেক্সিমকোর শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৯.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ৫.৮৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫.৭১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৮৭ শতাংশ, এসএস স্টিলের ৪.৭৩ শতাংশ, যমুনা ব্যাংকের ৪.৪৪ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৩৪ শতাংশ, ইন্ট্রাকোর ৪.৩২ শতাংশ, সিঙ্গার বিডির ৩.৯৮ শতাংশ, গোল্ডেন সনের ৩.৬৮ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ৩.৬২ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২১/এস