ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘নির্বাচিত না হলেও আজীবন ওয়ার্ডবাসীর সাথে থাকব’

  • পোস্ট হয়েছে : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • 63

আসিম সাইদ (বার্তাকক্ষ সম্পাদক) : পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবু বক্কার সিদ্দিক। পৌরসভার ৯ নং ওয়ার্ডকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাতদিন ভোটারদের বাড়ি বাড়ি ছুটে চলেছেন এই তরুণ কাউন্সিলর প্রার্থী।

নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মোঃ আবু বক্কার সিদ্দিক বলেন, দেশে এখন তরুণদের জয়জয়কার চলছে। অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে তরুনরা। আমিও একজন তরুণ হিসেবে এলাকাবাসীর সেবা দিতে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নেতৃত্ব দিতে নয় একজন সেবক হয়ে এলাকাবাসীর পাশে থাকতে চাই। এমনকি আমি নির্বাচিত না হলেও আজীবন ওয়ার্ডবাসীর সাথে থাকব।

তিনি বলেন, আমাকে ওয়ার্ডবাসী নির্বাচিত করে ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হয়ে পাশে থাকার সুযোগ করে দিবেন। আপনার মাধ্যমে ওয়ার্ডবাসীকে জানিয়ে দিতে চাই গরিব দুঃখী অসহায় ও আর্তমানবতার সেবায় এবং সমাজের সর্বসাধারণকে নিয়ে সামজিক উন্নয়নে ভুমিকা রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

আবু বক্কার আরও বলেন, আমি আপনাদের ছেলে-ভাই হিসাবে নির্বাচনে দাঁড়াচ্ছি। একালার মানুষের উন্নয়নের সারথী হতে নির্বাচন করছি। সবার সাথে কাঁধে কাধ মিলিয়ে যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ডের উন্নয়ন করতে চাই। আমি ছোট মানুষ ভুল ত্রুটি ক্ষমা করে আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটে আপনাদের সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি।

এদিকে একই ওয়ার্ডের কাউন্সিলররা ভোটারদের নানা ইশতেহার দিচ্ছেন। ইশতেহারের ব্যাপারে জানতে চাইলে মোঃ আবু বক্কার সিদ্দিক জানান, ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ইশতেহারে বিশ্বাস করিনা। এলাকার জনগণের কাছে এবং আগামী প্রজন্মের কাছে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। আনুষ্ঠানিকভাবে আমার কোনও ইশতেহার নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেহেতু ওয়ার্ডবাসীর চাহিদার দিকে লক্ষ্য রেখেই মূলত এই পদে প্রার্থী হয়েছি সেহেতু ওয়ার্ডের উন্নয়ন নিয়ে আমার রূপকল্প রয়েছে। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেসব রূপকল্প বাস্তবায়ন করব। তাছাড়া
ওয়ার্ডবাসীর সকল দাবিপূরণ ও তাদের সব ধরনের সমস্যার সমাধান করব।

উল্লেখ্য, মোঃ আবু বক্কার সিদ্দিক সাধারণ জনগণের মধ্যে একজন স্বচ্ছ তরুণ হিসেবেই সুপরিচিত। সদালাপী, সুমিষ্টভাষী আলাপচারিতায় মুগ্ধ করে অতি অল্প সময়ে দূরের মানুষকে আপন করে নেওয়ার গুণ তার মধ্যে বিদ্যমান। তাছাড়া আবু বক্কার একজন ক্রিড়ামোদিও।

বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘নির্বাচিত না হলেও আজীবন ওয়ার্ডবাসীর সাথে থাকব’

পোস্ট হয়েছে : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

আসিম সাইদ (বার্তাকক্ষ সম্পাদক) : পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবু বক্কার সিদ্দিক। পৌরসভার ৯ নং ওয়ার্ডকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাতদিন ভোটারদের বাড়ি বাড়ি ছুটে চলেছেন এই তরুণ কাউন্সিলর প্রার্থী।

নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মোঃ আবু বক্কার সিদ্দিক বলেন, দেশে এখন তরুণদের জয়জয়কার চলছে। অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে তরুনরা। আমিও একজন তরুণ হিসেবে এলাকাবাসীর সেবা দিতে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নেতৃত্ব দিতে নয় একজন সেবক হয়ে এলাকাবাসীর পাশে থাকতে চাই। এমনকি আমি নির্বাচিত না হলেও আজীবন ওয়ার্ডবাসীর সাথে থাকব।

তিনি বলেন, আমাকে ওয়ার্ডবাসী নির্বাচিত করে ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হয়ে পাশে থাকার সুযোগ করে দিবেন। আপনার মাধ্যমে ওয়ার্ডবাসীকে জানিয়ে দিতে চাই গরিব দুঃখী অসহায় ও আর্তমানবতার সেবায় এবং সমাজের সর্বসাধারণকে নিয়ে সামজিক উন্নয়নে ভুমিকা রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

আবু বক্কার আরও বলেন, আমি আপনাদের ছেলে-ভাই হিসাবে নির্বাচনে দাঁড়াচ্ছি। একালার মানুষের উন্নয়নের সারথী হতে নির্বাচন করছি। সবার সাথে কাঁধে কাধ মিলিয়ে যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ডের উন্নয়ন করতে চাই। আমি ছোট মানুষ ভুল ত্রুটি ক্ষমা করে আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটে আপনাদের সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি।

এদিকে একই ওয়ার্ডের কাউন্সিলররা ভোটারদের নানা ইশতেহার দিচ্ছেন। ইশতেহারের ব্যাপারে জানতে চাইলে মোঃ আবু বক্কার সিদ্দিক জানান, ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ইশতেহারে বিশ্বাস করিনা। এলাকার জনগণের কাছে এবং আগামী প্রজন্মের কাছে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। আনুষ্ঠানিকভাবে আমার কোনও ইশতেহার নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেহেতু ওয়ার্ডবাসীর চাহিদার দিকে লক্ষ্য রেখেই মূলত এই পদে প্রার্থী হয়েছি সেহেতু ওয়ার্ডের উন্নয়ন নিয়ে আমার রূপকল্প রয়েছে। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেসব রূপকল্প বাস্তবায়ন করব। তাছাড়া
ওয়ার্ডবাসীর সকল দাবিপূরণ ও তাদের সব ধরনের সমস্যার সমাধান করব।

উল্লেখ্য, মোঃ আবু বক্কার সিদ্দিক সাধারণ জনগণের মধ্যে একজন স্বচ্ছ তরুণ হিসেবেই সুপরিচিত। সদালাপী, সুমিষ্টভাষী আলাপচারিতায় মুগ্ধ করে অতি অল্প সময়ে দূরের মানুষকে আপন করে নেওয়ার গুণ তার মধ্যে বিদ্যমান। তাছাড়া আবু বক্কার একজন ক্রিড়ামোদিও।

বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: