ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আসছে তৌসিফ-সাফার ‘লাভার্স ফুড ভ্যান’

  • পোস্ট হয়েছে : ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • 56

বিনোদন ডেস্ক : রোমান্টিক নাটকের জুটি হিসেবে দারুণ জনপ্রিয় তৌসিফ মাহবুব ও সাফা কবির। আধুনিক নির্মাণশৈলি আর গল্প বলার ঢঙের কারণে আলাদা কদর রয়েছে ভিকি জাহেদের। এবার সবাই এক গল্পে হাজির হচ্ছেন। গল্পের নাম ‘লাভার্স ফুড ভ্যান’।

ভিকি জাহেদের গল্প ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। টি এইচ তন্ময় ও রাব্বি রাজের প্রযোজনায় নাটকের চিত্রগ্রাহক ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত।

রোমান্টিক থ্রিলারধর্মী গল্পের এই নাটকটিতে গান ব্যবহৃত হয়েছে দুটি। এরমধ্যে ওয়াসিক সৈকতের কথা এবং টি এইচ তন্ময় ও তানজীরের সুরে একটি গান গেয়েছেন কনা ও তানজীর। অন্যদিকে কেউ জানে না গানটির কথা, সুর ও কন্ঠ রাজ ডি’র।

নাটক প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, অন্য রম একটা প্রেমের গল্পে কাজ করলাম। গল্পে প্রেম আছে, থ্রিল আছে। দর্শকরা এক্সাইটমেন্ট পাবে।

সাফা কবিরের ভাষ্য, এই নাটকটিতে প্রেম আছে, মজা আছে। আবার চমকও আছে। একেবারে এই সময়ের একটি গল্প। আশা করছি সাড়া পাবো।

নির্মাতা সুত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে ‘লাভার্স ফুড ভ্যান’। এর ঠিক পরপরই রাত ৯টায় বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি।

বিজনেস আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আসছে তৌসিফ-সাফার ‘লাভার্স ফুড ভ্যান’

পোস্ট হয়েছে : ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : রোমান্টিক নাটকের জুটি হিসেবে দারুণ জনপ্রিয় তৌসিফ মাহবুব ও সাফা কবির। আধুনিক নির্মাণশৈলি আর গল্প বলার ঢঙের কারণে আলাদা কদর রয়েছে ভিকি জাহেদের। এবার সবাই এক গল্পে হাজির হচ্ছেন। গল্পের নাম ‘লাভার্স ফুড ভ্যান’।

ভিকি জাহেদের গল্প ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। টি এইচ তন্ময় ও রাব্বি রাজের প্রযোজনায় নাটকের চিত্রগ্রাহক ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত।

রোমান্টিক থ্রিলারধর্মী গল্পের এই নাটকটিতে গান ব্যবহৃত হয়েছে দুটি। এরমধ্যে ওয়াসিক সৈকতের কথা এবং টি এইচ তন্ময় ও তানজীরের সুরে একটি গান গেয়েছেন কনা ও তানজীর। অন্যদিকে কেউ জানে না গানটির কথা, সুর ও কন্ঠ রাজ ডি’র।

নাটক প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, অন্য রম একটা প্রেমের গল্পে কাজ করলাম। গল্পে প্রেম আছে, থ্রিল আছে। দর্শকরা এক্সাইটমেন্ট পাবে।

সাফা কবিরের ভাষ্য, এই নাটকটিতে প্রেম আছে, মজা আছে। আবার চমকও আছে। একেবারে এই সময়ের একটি গল্প। আশা করছি সাড়া পাবো।

নির্মাতা সুত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে ‘লাভার্স ফুড ভ্যান’। এর ঠিক পরপরই রাত ৯টায় বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি।

বিজনেস আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: