বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭টির বা ৩৪.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ টাকা বা ১৯.৩১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের ১৫.৬৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১৪.৬১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১২.৫০ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১২.৪৩ শতাংশ, বিকন ফার্মার ১২.০১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১০.২৫ শতাংশ, ফরচুন সুজের ১০.২৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.৬২ শতাংশ এবং একটিভ ফাইনের শেয়ার দর ৯.৪৩ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১৯ ফেব্রুয়ারি, ২০২১/এস