স্পোর্টস ডেস্ক : এভারটনের কাছে অ্যানফিল্ড মানেই হারের তেতো স্বাদ। সব শেষ জয় সেই ১৯৯৯ সালে। কিন্তু হঠাৎ যেন সব হিসেব-নিকেষ উলট-পালট হয়ে গেছে। দীর্ঘ ২১ বছর পর সেই আরাধ্যের জয় ধরা দিল এভারটনের। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দলটি পেল কাঙ্ক্ষিত জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন।
ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোল হজম করে লিভারপুল। রদ্রিগেজের পাসে নিচু শটে স্বদেশী গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন (১-০)। এরপর ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা করেছে সালাহরা। কিন্তু কখনো এভারটনের গোলরক্ষক, কখনো বারপোস্ট বাধা হয়ে দাড়ায় তাদের সামনে। ফলে একটি গোলের দেখাও পায়নি তারা।
উল্টো ম্যাচের শেষের দিকে আরো একটি গোল হজম করে দলটি। ৮৩ মিনিটে পেনাল্টি পায় এভারটন। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সিগার্ডসন (২-০)। রোমাঞ্চজাগানো জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। ২৫ ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া লিভারপুল ৪০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ২৪ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে সাতে আছে এভারটন।
বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২১/এ