স্পোর্টস ডেস্ক : আইপিএল-এর কারণে শ্রীলঙ্কায় বাংলাদেশের টেস্ট সিরিজ থেকে ছুটি দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান তার ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। তবে বিসিবির আরেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন সাকিবকে ছুটি দেয়া হয়েছে কিনা তা নিয়ে তিনি পরিষ্কার নন।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে যখন কোনো প্লেয়ার ছুটির আবেদন জানায় তখন এটা নিয়ে তো আলাপ আলোচনা হয়। ওরা তো আরেকটা ডিপার্টমেন্ট, ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে। তারাও হয়তো বোর্ড সভাপতির সঙ্গে আলাপ আলোচনা করেছে। বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার না সিদ্ধান্ত হয়েছে কিনা। ও এপ্লাই করেছে যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে না।
দুর্জয় বলেন, আমি মনে করি এটার সিদ্ধান্ত ক্রিকেট পরিচালনা বিভাগ ও বোর্ড সভাপতি সিদ্ধান্তটা দিচ্ছে। কিন্তু এটা সত্য যে সাকিব যে মানের ক্রিকেটার তার সার্ভিসটা বাংলাদেশ মিস করবে। সাকিবের সার্ভিস থেকে টিম বঞ্চিত মানে দেশ বঞ্চিত হওয়া। বোর্ডের যেটা করা দরকার সেটা করবে, প্লেয়ারদের দরকার খেলা। আমরা আশা করি প্লেয়াররাও লঙ্গার ভার্সনের ক্রিকেটটা সিরিয়াসলি নেবে।
২০ বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত এই ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের ব্যর্থতার পাল্লাই ভারি। ২০১৯ এ টেস্টে নবাগত আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের নেতৃত্বে লজ্জার পরাজয় বরণ করে বাংলাদেশ।
সম্প্রতি দেশের মাটিতে তারকা বিহীন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এরপরই নড়ে চড়ে বসেছে বিসিবি। তবে এমন ঘটনা নতুন নয়। যখনই টেস্টে ব্যর্থ হয় আলোচনাই চলে কিন্তু উন্নতি আর হয় না। এর পিছনে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া লংগার ভার্সন নিয়মিত না খেলাকেই দায়ী করেন ক্রিকেট বোদ্ধারা।
তিনি বলেন, টেস্ট ক্রিকেটের প্রতি সবার আরেকটু আগ্রহ বাড়াতে হবে। প্লেয়াররা যদি প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটটায় অংশ নেয় তাহলে রিকভার করা সম্ভব। আমরা (বিসিবি) চাই যেন জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া চার দিনের ম্যাচে নিয়মিত অংশ নেয়। এ নিয়ে আমাদের নিয়ম তো আছেই। এরপরও ব্যক্তিগত ইচ্ছাটাই বড়।
বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২১/এ