ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া গোলে জয় পেলো জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ক্রোতোনের বিপক্ষে জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচে ঝলক দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের হয়ে জোড়া গোল করেছেন সিআর সেভেন। আর তাতেই ক্রোতোনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস।

ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে জুভেন্টাস। ম্যাচের ৩৮ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর ক্রসে বল পেয়ে ডি-বক্সের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো। ১-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। খানিক পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে র‍্যামজির ক্রসে ছয় গজ বক্সের সামনে লাফিয়ে হেডে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে লিড ৩-০ করেন ম্যাককেনি। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কেউই। ফলে ৩-০ গোলে ম্যাচ জিতে ২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোনালদোর জোড়া গোলে জয় পেলো জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ক্রোতোনের বিপক্ষে জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচে ঝলক দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের হয়ে জোড়া গোল করেছেন সিআর সেভেন। আর তাতেই ক্রোতোনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস।

ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে জুভেন্টাস। ম্যাচের ৩৮ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর ক্রসে বল পেয়ে ডি-বক্সের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো। ১-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। খানিক পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে র‍্যামজির ক্রসে ছয় গজ বক্সের সামনে লাফিয়ে হেডে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে লিড ৩-০ করেন ম্যাককেনি। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কেউই। ফলে ৩-০ গোলে ম্যাচ জিতে ২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: