বিজনেস আওয়ার প্রতিবেদক : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দেশের কিছু কিছু স্থানে মেঘলা আকাশ দেখা দিলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার খুব বেশি পরিবর্তন নেই। তবে সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দুইদিনে বৃষ্টিপাতের তেমন পূর্বাভাসও নেই।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলে হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৫ দিনের বর্ধিত আবহাওয়ায় সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায়, ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২১/এ