ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লাৎসিওর বিপক্ষে বায়ার্নের বড় জয়

  • পোস্ট হয়েছে : ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • 40

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে লাৎসিওর বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আর এ জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল বাভারিয়ানরা।

মঙ্গলবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় বায়ার্নের এই বড় জয়ে গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, লেরয় সানে ও জামাল মুসিয়ালা। অন্য গোলটি আত্মঘাতী। লাৎসিওর একমাত্র গোলটি করেন হোয়াকিন কোররেয়া।

এদিন ম্যাচের নবম মিনিটেই গোলের দেখা পায় গতবারের চ্যাম্পিয়নরা। লাৎসিও গোলরক্ষকের ভুলে বায়ার্নকে এগিয়ে নেন লেভানদোভস্কি।

২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মুসিয়ালা। এরপর ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সানে। আলফুঁস ডেভিসের শট ফিরিয়ে দিয়েছিলেন রেইনা, কিন্তু ফিরতি শটে বল জালে জড়ান সানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় বায়ার্ন। এবার দারুণ গতিতে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে নিচু ক্রস করেন সানে। বল থামাতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন ফ্রান্সেসকো আসেরবি।

৪৯তম মিনিটে লাৎসিওর একমাত্র গোলটি করেন কোররেয়া। তিন খেলোয়াড়কে পাশ কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। বাকি সময় কোনো দলই আর গোল করতে না পারলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লাৎসিওর বিপক্ষে বায়ার্নের বড় জয়

পোস্ট হয়েছে : ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে লাৎসিওর বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আর এ জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল বাভারিয়ানরা।

মঙ্গলবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় বায়ার্নের এই বড় জয়ে গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, লেরয় সানে ও জামাল মুসিয়ালা। অন্য গোলটি আত্মঘাতী। লাৎসিওর একমাত্র গোলটি করেন হোয়াকিন কোররেয়া।

এদিন ম্যাচের নবম মিনিটেই গোলের দেখা পায় গতবারের চ্যাম্পিয়নরা। লাৎসিও গোলরক্ষকের ভুলে বায়ার্নকে এগিয়ে নেন লেভানদোভস্কি।

২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মুসিয়ালা। এরপর ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সানে। আলফুঁস ডেভিসের শট ফিরিয়ে দিয়েছিলেন রেইনা, কিন্তু ফিরতি শটে বল জালে জড়ান সানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় বায়ার্ন। এবার দারুণ গতিতে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে নিচু ক্রস করেন সানে। বল থামাতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন ফ্রান্সেসকো আসেরবি।

৪৯তম মিনিটে লাৎসিওর একমাত্র গোলটি করেন কোররেয়া। তিন খেলোয়াড়কে পাশ কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। বাকি সময় কোনো দলই আর গোল করতে না পারলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: