ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে পৌঁছেছে তামিম-মুশফিকরা

  • পোস্ট হয়েছে : ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • 44

স্পোর্টস ডেস্ক : ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ভ্রমণ শেষে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় ১৫ ঘণ্টা ভ্রমণ শেষে দেশটিতে পা রাখেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বিকেল পাঁচটায় রওনা করে গোটা দল। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই অধরা জয়ের দেখা পেতে চায় টাইগাররা। সেখানে ৩টি ওয়ানডের পর ৩টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।

ওয়ানডে ৩টি মাঠে গড়াবে আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়, পরেরটি সকাল ৭টায় হওয়ার পর শেষ ওয়ানডে হবে ভোর ৪টায়।

এরপর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল ৭টায় হলেও পরের দুইটি হবে দুপুর ১২টায়।

দুই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড-
তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউজিল্যান্ডে পৌঁছেছে তামিম-মুশফিকরা

পোস্ট হয়েছে : ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ভ্রমণ শেষে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় ১৫ ঘণ্টা ভ্রমণ শেষে দেশটিতে পা রাখেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বিকেল পাঁচটায় রওনা করে গোটা দল। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই অধরা জয়ের দেখা পেতে চায় টাইগাররা। সেখানে ৩টি ওয়ানডের পর ৩টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।

ওয়ানডে ৩টি মাঠে গড়াবে আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়, পরেরটি সকাল ৭টায় হওয়ার পর শেষ ওয়ানডে হবে ভোর ৪টায়।

এরপর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল ৭টায় হলেও পরের দুইটি হবে দুপুর ১২টায়।

দুই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড-
তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: