ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন শেখ রেহানা

  • পোস্ট হয়েছে : ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টিকা নেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সারা দেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। পরে ৫টি বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বিমানবন্দর থেকে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিকেলসের ওয়্যার হাউজে নিয়ে যাওয়া হয়।

এর আগে টিকার তিন কোটি ডোজ কিনতে গত বছরের ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা। ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনার টিকা নিলেন শেখ রেহানা

পোস্ট হয়েছে : ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টিকা নেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সারা দেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। পরে ৫টি বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বিমানবন্দর থেকে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিকেলসের ওয়্যার হাউজে নিয়ে যাওয়া হয়।

এর আগে টিকার তিন কোটি ডোজ কিনতে গত বছরের ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা। ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: