1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে এক বছরেরও বেশি সময় তাণ্ডব চালিয়ে এখনও ক্ষান্ত হচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিদিন এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে সুস্ততার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে,

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন। মারা গেছে এখন পর্যন্ত ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন। সুস্থ হয়েছেন ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।

করোনা সংক্রমণে শীর্ষ ১০’য়ে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক এবং জার্মানি। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩২৯ জন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪৩৩ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৫০ হাজার ৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৯২ লাখ ৮১ হাজার ১৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৯০২। এর মধ্যে মারা গেছে ৮৪ হাজার ৪৩০ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৭ লাখ ৫১ হাজার ৫৬২ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২১ হাজার ৭৪৭ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৬১ হাজার ৪১০। এর মধ্যে মারা গেছে ৮৫ হাজার ৩২১ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৫৩ হাজার ৪৫০ জন।

স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৭০ হাজার ৬৪৪। এর মধ্যে মারা গেছে ৬৮ হাজার ৪৬৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২৫ লাখ ৮৯ হাজার ৯৯৬ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৪৮ হাজার ৫৬৪। এর মধ্যে মারা গেছে ৯৬ হাজার ৬৬৬ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৩ লাখ ৬২ হাজার ৪৬৫ জন।

তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৬৫ হাজার ১৯৪। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ২৮৫ এবং সুস্থ হয়ে উঠেছে ২৫ লাখ ৪০ হাজার ২৯৩ জন।

জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৪ লাখ ১৬ হাজার ৩৭ জন। এর মধ্যে মারা গেছে ৬৯ হাজার ৬১০ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ২২ লাখ ১৭ হাজার ৭শ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে গত বছরের ১১ জানুয়ারি।

গত বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ