স্পোর্টস ডেস্ক : দুই বছর পর আগামী ৩ মার্চ আবারও উইন্ডিজ দলের হয়ে খেলবেন ক্রিস গেইল। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজটিকে সামনে রেখে অভিজ্ঞদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সবশেষ ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজই ছিল তার শেষ মাঠে নামা। আর টি-টোয়েন্টি শেষ খেলেছেন ঐ একই বছরের মার্চে। এবার জাতীয় দলে সুযোগের আভাস পেয়ে পিএসএল ছেড়ে চলে গেছেন গেইল।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের দলে রাখা হয়েছে গেইলকে। এদিকে কুড়ি ওভারের সিরিজের পরেই আছে ওয়ানডে ক্রিকেটের খেলা। সেই দলে নেই ক্রিস গেইল।
আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা। বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মার্চ। এরপর ১০ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: