1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
কোহলি এক ম্যাচ নির্বাসিত হতে পারেন!
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

কোহলি এক ম্যাচ নির্বাসিত হতে পারেন!

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
print sharing button

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার নীতিনের প্রতি মাঠেই অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর জেরে শাস্তি হিসেবে এক ম্যাচ নির্বাসন হতে পারে তার।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অক্ষর প্যাটেলের একটি বল ব্যাকফুটে খেলতে গেলে ডান পায়ে লাগে জো রুটের। কোহলিদের জোরালো আবেদন সত্ত্বেও আউট দেননি নীতিন মেনন।

রিভিউ নিয়েও কাজ হয়নি। কারণ বল যে জায়গায় রুটের প্যাডে লাগে সেটা পুরোপুরি অফস্টাম্পের লাইনে ছিল না। ফলে আম্পায়ার্স কলের দৌলতে বেঁচে যান ইংল্যান্ড অধিনায়ক।

ক্রিকেটের নিয়মানুযায়ী মেনন যদি আউট দিতেন তাহলে রুট রিভিউ নিলেও প্যাভিলিয়নে ফেরত যেতে হত তাকে। অর্থাৎ থার্ড আম্পায়ার নয়, এক্ষেত্রে সকল দায়িত্বটাই মেননের ওপর পড়ে। সেটা বুঝেই তার সঙ্গে মাঠে তর্ক জুড়ে দেন কোহলি।

সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড বলেন, মানছি রুট পরিষ্কার আউট ছিলেন। কিন্তু তাতেও আম্পায়ারের সঙ্গে তর্ক করা ক্রিকেটের কোড অব কন্ডাক্টের পরিপন্থী। আম্পায়ারের সঙ্গে এভাবে তর্ক এবং দর্শকদের উস্কাতে পারে না বিরাট কোহলি।

বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ