ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এএসপির হস্তক্ষেপে কানফাটানো শব্দের গান থেকে নিস্তার পেলো এলাকাবাসী

  • পোস্ট হয়েছে : ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক (চট্টগ্রাম) : বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার একটি বিয়েবাড়িতে কানফাটানো শব্দে বাজানো হচ্ছিল হিন্দিগান। উচ্চশব্দে এলাকাবাসীর ঘুম হারাম। নিরুপায় হয়ে জরুরী সেবা ‘৯৯৯’ এ ফোন করে অভিযোগ।

জরুরী সেবা নম্বরে ফোন দেয়ার ১০ মিনিটের মধ্যেই বিয়েবাড়িতে হাজির চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। মধ্যোরাতে পুলিশ উপস্থিত হলে উচ্চশব্দ থেকে নিস্তার মেলে এলাকাবাসীর। এসময় পুলিশের পক্ষ থেকে আয়োজকদেরকে বুঝিয়ে গান বাজানো হতে নিবৃত্ত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়।

স্থানীরা জানান, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজানোর প্রবণতা তৈরি হয়েছে। ফলে প্রত্যেককেই নাগরিককে এই উপদ্রব পোহাতে হয়। বিয়ে, গায়েহলুদ, জন্মদিন, ৩১ ডিসেম্বর, বিয়ে বার্ষিকীসহ নানা অনুষ্ঠানে দীর্ঘ রাত ধরে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনার মুখোমুখি হতে হয়। প্রতিবাদ করলে কাজ হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উচ্চ শব্দে এভাবে যন্ত্র বাজানো নিয়ন্ত্রণে আইন আছে। এর দেখভালের কর্তৃপক্ষও আছে। তবে আইনের কোনো প্রয়োগ নেই, এমনকি কর্তৃপক্ষও এসব নিয়ে মাথা ঘামায় না।

এ প্রসঙ্গে এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, গভীর রাতে শব্দদূষণের বিষয়ে স্থানীয় কর্তৃক ৯৯৯ এ অভিযোগের পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথ পদক্ষেপ নিই। এসময় নিজেদের উৎসব উদযাপনের সময় স্থানীয় বাসিন্দাদের বিরক্তি যেন না হয়, এ বিষয়ে সচেতন থাকতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছি।

তিনি আরও জানান, একটা বিয়ের অনুষ্ঠানে অনন্দ উদযাপন অবশ্যই হবে সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত। অনুষ্ঠানে নাচ গান সব কিছুই চলবে, কিন্তু প্রতিবেশীদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো যাবে না।

বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এএসপির হস্তক্ষেপে কানফাটানো শব্দের গান থেকে নিস্তার পেলো এলাকাবাসী

পোস্ট হয়েছে : ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (চট্টগ্রাম) : বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার একটি বিয়েবাড়িতে কানফাটানো শব্দে বাজানো হচ্ছিল হিন্দিগান। উচ্চশব্দে এলাকাবাসীর ঘুম হারাম। নিরুপায় হয়ে জরুরী সেবা ‘৯৯৯’ এ ফোন করে অভিযোগ।

জরুরী সেবা নম্বরে ফোন দেয়ার ১০ মিনিটের মধ্যেই বিয়েবাড়িতে হাজির চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। মধ্যোরাতে পুলিশ উপস্থিত হলে উচ্চশব্দ থেকে নিস্তার মেলে এলাকাবাসীর। এসময় পুলিশের পক্ষ থেকে আয়োজকদেরকে বুঝিয়ে গান বাজানো হতে নিবৃত্ত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়।

স্থানীরা জানান, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজানোর প্রবণতা তৈরি হয়েছে। ফলে প্রত্যেককেই নাগরিককে এই উপদ্রব পোহাতে হয়। বিয়ে, গায়েহলুদ, জন্মদিন, ৩১ ডিসেম্বর, বিয়ে বার্ষিকীসহ নানা অনুষ্ঠানে দীর্ঘ রাত ধরে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনার মুখোমুখি হতে হয়। প্রতিবাদ করলে কাজ হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উচ্চ শব্দে এভাবে যন্ত্র বাজানো নিয়ন্ত্রণে আইন আছে। এর দেখভালের কর্তৃপক্ষও আছে। তবে আইনের কোনো প্রয়োগ নেই, এমনকি কর্তৃপক্ষও এসব নিয়ে মাথা ঘামায় না।

এ প্রসঙ্গে এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, গভীর রাতে শব্দদূষণের বিষয়ে স্থানীয় কর্তৃক ৯৯৯ এ অভিযোগের পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথ পদক্ষেপ নিই। এসময় নিজেদের উৎসব উদযাপনের সময় স্থানীয় বাসিন্দাদের বিরক্তি যেন না হয়, এ বিষয়ে সচেতন থাকতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছি।

তিনি আরও জানান, একটা বিয়ের অনুষ্ঠানে অনন্দ উদযাপন অবশ্যই হবে সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত। অনুষ্ঠানে নাচ গান সব কিছুই চলবে, কিন্তু প্রতিবেশীদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো যাবে না।

বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: