বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ২৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১০.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আনোয়ার গ্যালভানাইজিং ডিএসইর টপটেন গেইনার তাালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৯.৯৬ শতাংশ, ইজেনারেশনের ৯.৭১ শতাংশ, এসোসিয়েটের অক্সিজেনের ৯.৫৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.২৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৬.৩৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.২২ শতাংশ, সোনালী আঁশের ৫.৬৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.৯১ শতাংশ এবং ডমিনেজ স্টিলের শেয়ার দর ৪.৮২ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২১/এস