বিজনেস আওয়ার প্রতিবেদক : টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে কমছে সোনার দাম। ধারাবাহিক দরপতনে সোনার দাম গত আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গত ২৭ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২ দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি আউন্স হয়েছে ১৭৩৩ ডলার, যা গত বছরের জুনের পর সর্বনিম্ন।
সব সময় বিশ্ববাজারে দাম উত্থান-পতনের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে দেশের জুয়েলারি ব্যবসায়ীরা। তবে বিশ্ববাজারে টানা দরপতন হলেও দেশের বাজারে গত দেড় মাসে সোনার দাম কমানো হয়নি। তবে দেশে সোনার দাম কমার বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।
প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী। গতকাল রোববার আন্তর্জাতিক বাজার বন্ধ ছিলো। আজ সোমবার বাজার খুলবে। পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব- দেশের বাজারে সোনার দাম দাম কমাবো কি না।
এর আগে ১২ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ভরি প্রতি প্রায় ২ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুসের কার্যনির্বাহী কমিটি। ওই নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৪৪৭ টাকায় বিক্রি হচ্ছে।
বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২১/এ