বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড- ২০১৯’ অর্জন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্বচ্ছ, আর্থিক দক্ষতা এবং কর্পোরেট প্রশাসনের দক্ষতার স্বীকৃতির জন্য দ্বিতীয় বারের মতো আইসিএমএবি অ্যাওয়ার্ড পেয়েছে কোম্পানিটি।
গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফরোজ আলম।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো: জাফর উদ্দিন এবং সাভার প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ডরিন পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা মঈন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন এবং কোম্পানির সচিব মাসুদুর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২১/এস