1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
১৪ জুন থেকে রাবিতে ভর্তি পরীক্ষা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

১৪ জুন থেকে রাবিতে ভর্তি পরীক্ষা

  • পোস্ট হয়েছে : সোমবার, ১ মার্চ, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission ম্যানুতে পাওয়া যাবে। সোমবার (০১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জুন প্রথমে ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। এরপর ১৫ জুন ‘এ’ ইউনিট এবং ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রতি ইউনিটের পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম শিফট হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে ১টা ও তৃতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন শুরু হবে ৭ মার্চ দুপুর ১২টায়। চলবে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন শেষে এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা চূড়ান্ত আবেদন করতে পারবে ২৩ মার্চ দুপুর ১২টা থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত।

বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ