ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একসাথে তিন নাটকে সজল-সানজিদা

  • পোস্ট হয়েছে : ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • 45

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে দীপ্ত টিভির ‘মান অভিমান’ মেগা সিরিয়ালের মধ্য দিয়ে দর্শকের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন টিভি নাটকের জনপ্রিয় মুখ সানজিদা ইসলাম। তবে এই সিরিয়ালের ৬শ’ পর্বের পর থেকে সরে আসেন তিনি।

এই গ্ল্যামারকন্যার হাতে আছে আরো তিনটি ধারাবাহিক নাটক। এগুলো হলো- ‘১শতে ১শ’,‘হাওয়াই মিঠাই’ ও ‘গুগল ভিলেজ’। ধারাবাহিক নাটকের পাশাপাশি এই গ্ল্যামারকন্যা একক নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে জুটি বেঁধে তিনটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন। নাটকগুলো হলো সজিব খানের ‘আজব বাক্স’, অঞ্জন আইচের ‘বোতল বন্দি’ ও লিপি আইচের ‘মালিহার একদিন’।

এ প্রসঙ্গে সজল বলেন, সানজিদা দারুণ অভিনেত্রী। সহজেই চরিত্রে প্রবেশ করার দক্ষতা দেখছি তার মধ্যে। আমাদের দু’জনের নাটকগুলো নিয়ে আমিও আশাবাদী। তিনটি নাটকের গল্পেই বৈচিত্র্যতা আছে।

সানজিদা বলেন, সজল ভাইয়ের সঙ্গে এই নাটকগুলোর গল্প ও চরিত্র দুটোতেই নতুনত্ব আছে। আশা করছি দর্শকরা নাটকগুলোতে আমাদের রসায়ন উপভোগ করবেন।

বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একসাথে তিন নাটকে সজল-সানজিদা

পোস্ট হয়েছে : ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে দীপ্ত টিভির ‘মান অভিমান’ মেগা সিরিয়ালের মধ্য দিয়ে দর্শকের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন টিভি নাটকের জনপ্রিয় মুখ সানজিদা ইসলাম। তবে এই সিরিয়ালের ৬শ’ পর্বের পর থেকে সরে আসেন তিনি।

এই গ্ল্যামারকন্যার হাতে আছে আরো তিনটি ধারাবাহিক নাটক। এগুলো হলো- ‘১শতে ১শ’,‘হাওয়াই মিঠাই’ ও ‘গুগল ভিলেজ’। ধারাবাহিক নাটকের পাশাপাশি এই গ্ল্যামারকন্যা একক নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে জুটি বেঁধে তিনটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন। নাটকগুলো হলো সজিব খানের ‘আজব বাক্স’, অঞ্জন আইচের ‘বোতল বন্দি’ ও লিপি আইচের ‘মালিহার একদিন’।

এ প্রসঙ্গে সজল বলেন, সানজিদা দারুণ অভিনেত্রী। সহজেই চরিত্রে প্রবেশ করার দক্ষতা দেখছি তার মধ্যে। আমাদের দু’জনের নাটকগুলো নিয়ে আমিও আশাবাদী। তিনটি নাটকের গল্পেই বৈচিত্র্যতা আছে।

সানজিদা বলেন, সজল ভাইয়ের সঙ্গে এই নাটকগুলোর গল্প ও চরিত্র দুটোতেই নতুনত্ব আছে। আশা করছি দর্শকরা নাটকগুলোতে আমাদের রসায়ন উপভোগ করবেন।

বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: