বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪০ লাখ ৮৭ হাজার ৪৫টির শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থা ২ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকার ব্যাংক এশিয়ার, দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ লাখ টাকার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিবিএস কেবলসের ।
এছাড়া আমান ফিডের ১৫ লাখ ৩ হাজার টাকার, সিটি ব্যাংকের ৪৬ লাখ ৯৮ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ লাখ টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৪ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৮ লাখ ৮০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৯৩ হাজার টাকার, ইবনে সিনার ৮ লাখ ২০ হাজার টাকার, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ২৭ হাজার টাকার, আইএফআইসির ২৪ লাখ ৩৭ হাজার টাকার, যমুনা অয়েলের ১৩ লাখ ৮২ হাজার টাকার, ম্যারিকোর ১২ লাখ ৭৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৫ লাখ টাকার, নাভানার ৫০ লাখ ৬৩ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৫৩ লাখ ৮৯ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৫ লাখ ৩০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮ লাখ ৫২ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ১৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৪ জুন, ২০২০/এস